adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লি কবে নিরাপদ হবে?

আন্তর্জাতিক ডেস্ক : এমনিতেই নারী সুরক্ষা তলানিতে৷ দিনেদুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রনেতার ওপর হামলা৷ সামগ্রিক আইন-‌শৃঙ্খলার অবনতি নিয়ে মতপার্থক্যের অবকাশ নেই৷ কিন্তু সমস্যাটা ঠিক কোথায়?‌

দিল্লির শাসনভার কার হাতে, তা নিয়ে বিবাদ মোটামুটি মিটলেও দিল্লি পূর্ণরাজ্য হবে কিনা অথবা পুলিশের পরিচালন ভার কার হাতে থাকবে, তা নিয়ে লড়াইয়ের শেষ নেই৷ নিত্যদিন শিশুকন্যা ধর্ষণের খবর বেরোচ্ছে৷ নারী সুরক্ষায় দেশের সবচেয়ে নিচের তলার রাজ্য৷
সরকারি তথ্য অনুযায়ী, দেশের অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি, কার্যত হু হু করে বাড়ছে দিল্লির জনসংখ্যা৷ ২০১১ সালের আদমশুমারিতে দিল্লির জনসংখ্যা ছিল ১ কোটি ৬০ লক্ষ‌ ৭০ হাজার৷ ২০১৪-তে তা দাঁড়িয়েছে ১ কোটি ৭০ লক্ষ ৮০ হাজার৷ ফলে ধরে নেওয়া যেতে পারে বর্তমানে দিল্লির জনসংখ্যা প্রায় দু-‌কোটি৷ জেনে রাখা ভালো, দিল্লি পুলিশের অন্তত ৪০ শতাংশ পুলিশকর্মীকে সর্বদা ভিভিআইপিদের নিরাপত্তা দিতেই ব্যস্ত থাকতে হয়৷ দিল্লিতে মোট পুলিশকর্মীর সংখ্যা ৭৭,৯৬৫জন৷ দিল্লি পুলিশে পদ শূন্য আছে ৬৬,০০০৷ সম্প্রতি ৩৬০০জন পুলিশকর্মী নেওয়ার অনুমোদন মিলেছে, যা ফাঁকা পদের মাত্র ৬ শতাংশ! ‌তাহলে সহজেই অনুমেয় কেন দিল্লির আইন-‌শৃঙ্খলা তলানিতে ঠেকেছে৷

কিছুদিন আগে দিল্লির একটি সরকারি বিদ্যালয়ে এক ছ’‌বছরের ছাত্রীকে ধর্ষণের ঘটনার পর সাংবাদিকরা ঘিরে ধরেছিলেন মুখ্যমন্ত্রীকে৷ তিনি নিজে এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কথা জানিয়ে বলেছেন, ‘‌‘‌গত কয়েক বছর ধরে দিল্লিতে শিশুকন্যা ও মহিলাদের ওপর জঘন্যতম অপরাধের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ বিষয়টি অত্যন্ত গুরুতর৷’‌’‌ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও দিল্লির উপ-‌রাজ্যপাল অমিল বাইজালের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন৷ বলেছেন, ‘‌‘‌এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার৷ কারণ, বার বার বলা সত্ত্বেও কার্যত হাত গুটিয়ে বসে আছে দিল্লি পুলিশ৷ দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকারের অধীনে৷ আমাদের হাতে দেওয়া হোক৷’‌’‌ তবে কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালেও দিল্লি সরকার যে চুপ করে বসে নেই, তা জানাতে ভোলেননি কেজরিওয়াল৷ বলেছেন, ‘‌‘পরিস্থিতি বিচার করে গোটা দিল্লিজুড়ে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ ‌আশা করা হচ্ছে, আগামী কয়েকমাসের মধ্যে প্রায় ৩০-‌৪০ শতাংশ ঘটনা কমে যাবে৷ তবে এমন ঘটনা বন্ধ করতে হলে আইন-‌শৃঙ্খলা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, যা কেন্দ্রীয় সরকারের হাতে৷ সেখানে বড়সড় খামতি৷’‌’‌

সীমান্তে নাশকতার ঘটনা আখছার৷ রাজধানী শহর সুরক্ষিত কি?‌ মোটেই তা নয়৷
সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লি পুলিশের পক্ষ থেকে এক সরেজমিন সমীক্ষায় রাজধানীর বড় রেল স্টেশনগুলির নিরাপত্তায় মারাত্মক ফাঁকফোকর ধরা পড়েছে৷ নয়া দিল্লি, পুরোনো দিল্লি, নিজামুদ্দিন এবং আনন্দ বিহারের মতো স্টেশন, যেখানে বিপুল জনসমাগম হয়, সেখানে ভারী মালপত্র নিয়ে যাওয়া নিত্যদিনের ঘটনা৷ সেই মালপত্র পরীক্ষা করা, উপযুক্ত স্ক্যানিং পদ্ধতি নেই, যাত্রী সুরক্ষায় যা অত্যন্ত জরুরি৷ পুলিশের রিপোর্টে বলা হয়েছে, ‘‌‘‌সুরক্ষা ব্যবস্থায় চরম উদাসীনতা ধরা পড়েছে৷ জঙ্গি সংগঠনের পক্ষ থেকে যদি এমন কোনো একটি মালপত্রের ভিতর বিস্ফোরক রেখে ষড়যন্ত্র করা হয়, তাহলে এই স্টেশনগুলিতে বহু মানুষ প্রাণ হারাতে পারে৷’‌’‌

ডয়চে ভেলে কথা বলেছে দিল্লির পুরোনো বাসিন্দা, প্রাক্তন বাঙালি আমলা সুগত হাজরার সঙ্গে৷ তিনি বললেন, ‘‌‌‘‌‌দিল্লিতে সবচেয়ে বড় সমস্যা হলো এখানকার বেশিরভাগ বাসিন্দাই বহিরাগত৷ আশেপাশের রাজ্যগুলি থেকে এখানে যারা আসে, তাদের বেশিরভাগেরই চালচুলো নেই৷ তারা ঘরসংসার ছেড়ে আসে৷ দিল্লি শহরে এসে বেশি পয়সা রোজগার করে৷ ফলে মনোরঞ্জন চায়৷ তারপর পথেঘাটে কাউকে পছন্দ হলেই তাদের সঙ্গে জোরজবরদস্তি করতে চায়৷ শুধু এই ধরনের লোক নয়, আরও একটি দিক হলো গোটা উত্তর ভারতে বাড়ির মেয়েদের দ্বিতীয় নাগরিক মনে করেন পুরুষরা৷ তাই নিজেদের বাড়িতে তো বটেই, পথেঘাটেও মহিলাদের সম্মান করে না তারা৷ এছাড়া মনে রাখতে হবে, দিল্লিতে কর্মরত পুলিশকর্মীরা এসেছেন উত্তর ভারতের এমন সমাজ থেকেই৷ ফলে স্বাভাবিক ভাবে তাঁদের মধ্যেও মহিলাদের সম্পর্কে ধারণা তেমনই৷’‌’‌ ডি-ডব্লিউ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া