adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রীকে জেলে রেখে ভারাক্রান্ত মনে আমাদের ঈদ পালন করতে হচ্ছে : মির্জা ফকরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়াপারর্সন বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি থাকায় অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে ঈদ পালন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমরা নামাজ পড়ে এবং কুরবানি দিয়ে প্রতিবার দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য আসি। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ আমাদের চেয়ারপারসন আজকে আমাদের মাঝে নেই। আমরা তার মুক্তির জন্য প্রার্থনা করেছি, যেন তিনি দ্রুত মুক্তি পান।’

বুধবার ঈদের নামাজের পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুস্পার্ঘ অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

এসময় ফখরুল বিচারাধীন মামলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেন। বলেন, ‘বিচারাধীন মামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিচারকদের নিরপেক্ষ রায় দেয়া সম্ভব হবে না। তথাকথিত বিচারের নামে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আবারও সাজা দেয়ার চেষ্টা চলছে।’

মির্জা ফখরুল বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা চলাকালীন প্রধানমন্ত্রী আমাদের চেয়ারপারস বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করে কথা বলেছেন। এটি প্রধানমন্ত্রীর নিয়মে পরিণত হয়েছে। সবকিছুর জন্য তাদেরকে দায়ী করেন।’

‘বিচারাধীন মামলা নিয়ে প্রধানমন্ত্রীর এধরনের মন্তব্য প্রমাণ করে সরকার বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে রায়কে প্রভাবিত করতে চায়। এটি প্রমাণ করে তারা কোনো ন্যায়বিচারে বিশ্বাস করে না। তারা বিচারের আগে ঘোষণা দিয়ে রায়কে পুরোপুরি প্রভাবিত করছে।’

ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বক্তব্য দেয়ার পর তদন্তকারী কর্মকর্তারা নিরপেক্ষ তদন্ত করতে পারবেন না। বিচারকরা সঠিক রায় দিতে পারবেন না। এভাবে তথাকথিত বিচারের নামে খালেদা জিয়া ও তারেক রহমানকে আবারও সাজা দেয়ার চেষ্টা চলছে।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া