adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যদি না হতেন নিহত

সালেম সুলেরী : বঙ্গবন্ধু শেখ মুজিবের শেষ রাজনীতি ছিলো ‘বাকশাল’। পুরো নাম : বাংলাদেশ কৃষক-শ্রমিক আওয়ামী লীগ। আ’লীগ, ন্যাপ ও কমিউনিস্ট পার্টির সমন্বিত উদ্যোগ। এক দলের মধ্যেই বহুদলীয় ব্যবস্থা। জীবনের উপান্তে বঙ্গবন্ধু ‘বাকশাল’-এর চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৭৫-এর ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী থেকে হন রাষ্ট্রপতি। জাতীয় সংসদে ১৫ মিনিটের আনুষ্ঠানিকতায় ঘটে পদ-পরিবর্তন। প্রাচীন দল আওয়ামী লীগ বস্তুত নির্বাসনে চলে যায়। বঙ্গবন্ধু সারাজীবনের অভিজ্ঞতার আলোকে ‘বাকশাল’ গড়েন। কেনো বাকশাল– এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়। দেশে তখন গুম-খুন-দুর্নীতি-বিশৃঙ্খলা চরমতম পর্যায়ে। গুপ্ত দলগুলোর সন্ত্রাসী হামলাতেও মাঠ ক্রমশ গরম। আওয়ামী লীগের দলীয় নেতাদের অনেকেই ছিলেন লাগামহীন। যন্ত্রণাবিদ্ধ বঙ্গবন্ধু প্রায়শ ক্ষোভ প্রকাশ করতেন। বলতেন, ‘আমি চেয়েছিলাম সোনার খনি। কিন্তু পেলাম শেষে চোরার খনি।
দেশে মানুষের সংখ্যা সাড়ে সাত কোটি। সাহায্য হিসাবে কম্বল আসলো সাড়ে আট কোটি। কিন্তু আমার ভাগের কম্বলটাও পেলাম না। চাটার দল সব খেয়ে শেষ করতেছে।’ এই জন্যেই একটি সুশৃঙ্খল রাষ্ট্রব্যবস্হা তিনি দিতে চেয়েছিলেন। ‘বাকশাল’-এর পরিবর্তিত রাজনৈতিক ধারা অনেকেই মানতে পারেননি। বিরোধিতা গড়ে ওঠে ভেতরে বাইরে। অবশেষে ১৯৭৫-এর ১৫ আগস্ট নির্মম হত্যাকান্ড। মধ্যপর্যায়ের সামরিক অফিসারদের রক্তের জিঘাংসা। ক্ষমতায় বসেন আওয়ামী লীগেরই পতাকাবাহী মন্ত্রিরা। বাণিজ্যমন্ত্রী খন্দকার মোশতাকের নেতৃত্বে ২৫ সদস্যের মন্ত্রিপরিষদ। ঐ সময়ে জাতীয়তাবাদী দল বা বিএনপির জন্ম হয়নি। জামায়াত-এর রাজনৈতিক কর্মকান্ডের অনুমোদন ছিলো না। জে. এরশাদের জাতীয় পার্টিও জন্মায়নি। নিষিদ্ধ অবস্থায় ছিলো জাসদ-এর বৈপ্লবিক কার্যক্রম। একইভাবে নিয়ন্ত্রিত ছিলো মিডিয়া ও গণতন্ত্র।

পঁচাত্তরের ১৫ আগস্ট আধা-সামরিক শাসন ঘোষিত হয়েছিলো। অক্টোবরে ঘরোয়া রাজনীতির সুযোগ দেওয়া হয়। এটি ঘোষণা করেন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক স্বয়ং। তবে রাজনৈতিক দল বা জোট হিসেবে আর ‘বাকশাল’ নয়। ঘরোয়া রাজনীতির ভেতর দিয়ে প্রত্যাবর্তন ঘটে আওয়ামী লীগের। সেই থেকে আওয়ামী লীগ-এর পাল উড়ছে, উড়ছেই। অন্যদিকে, দীর্ঘমেয়াদী বকা-ঝকা, অবহেলা পেয়ে চলেছে ‘বাকশাল’। তেমন গভীরতা দিয়ে পর্যালোচনা করা হয়নি এর সারবত্তা। বিশ্লেষণ করা হয়নি- সুদূরপ্রসারী কর্ম-প্রেরণাসমূহ। জনবহুল বাংলাদেশকে শাসনে শুধু একটি কেন্দ্রীয় সরকার নয়। জেলায় জেলায় পরিপূর্ণ স্থানীয় সরকার পদ্ধতির প্রত্যয় ছিলো। গভর্ণর পদ্ধতির মাধ্যমে তৃণমূলে ছিলো গ্রামমুখী শাসনব্যবস্থা। মহানগরকেন্দ্রিক মাফিয়া রাজনীতির বিপরীতে ছিলো মাটি-মেশা বিপ্লব। ক্ষমতা-উন্নয়ন বিকেন্দ্রীকরণের প্রামাণ্য প্রক্রিয়া। জেলায় জেলায় নিশ্চিত হতো আবালবৃদ্ধ-বনিতার কাজ। স্বাস্থ্য-শিক্ষা-আবাসন-বিনোদন-সংস্কৃতি-ধর্মকলার স্বনির্ভর কল্পরাজ্য।

কিন্তু নির্মম মৃত্যুর মধ্য দিয়ে বঙ্গবন্ধু একাই পরাজিত হননি। পরাজয় বরণ করেছে আপাদমস্তক ধরে অগ্রবর্তী হওয়ার প্রক্রিয়া। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের ‘শেষস্বপ্ন’ এখনও অধরা। এক কথায়- অবিরাম অবহেলা, অবিশ্বাস্য অবজ্ঞা। ফলে, বিশ্ব-স্মারকে রাজধানী ঢাকা’র পুনঃ প্রায়শ্চিত্ত। বসবাস অনুপযোগী শহর হিসেবে ঢাকা বিশ্বের দ্বিতীয় শীর্ষে। আর গ্রাম বা স্বপ্নের সোনার বাংলা? স্বনির্ভরতা ছেড়ে সেই শহরকেন্দ্রিকতার অভিশাপ অভিমুখে…

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া