adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতীয় কোচের মেয়াদ বাড়ল বিশ্বকাপ পর্যন্ত

স্পোর্টস ডেস্ক : এজবাস্টন ও লর্ডস টেস্টে ভরাডুবির পর টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে রবি শাস্ত্রীকে সরিয়ে দেওয়ার দাবি উঠলেও জাতীয় মহিলা ক্রিকেট দলের অস্থায়ী কোচের পদে মেয়াদ বাড়ল রমেশ পাওয়ারের। তাকে আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হল সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআই-এর কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের তরফে।

গত মাসে কোনও রকম ফর্ম্যাল হেয়ারিং ছাড়াই মিতালিদের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তুষার আরোঠেকে। পরিবর্তে অন্তবর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয় টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার রমেশ পাওয়ারকে।

এবার জাতীয় কোচ হিসাবে পাওয়ারের অনির্দিষ্টকালীন সেই মেয়াদ খানিকটা বাড়িয়ে দেওয়া হল বোর্ডের তরফে। টি-২০ বিশ্বকাপের আগে হাতে পর্যাপ্ত সময় না থাকায় নতুন কাউকে দায়িত্ব দেওয়ার পথে হাঁটতে রাজি হয়নি সিওএ।

আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে মেয়েদের টি-২০ বিশ্বকাপ। নিয়মিত কোচ বাছাইয়ের দীর্ঘ প্রক্রিয়া শেষ করে কারও হাতে দায়িত্ব তুলে দিলে এত কম সময়ে কারও পক্ষে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব নয়। তাই বিশ্বকাপ পর্যন্ত মিতালিদের কোচ হিসাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পাওয়ারকে।

বড় কোনও দলে কোচিং করানোর অভিজ্ঞতা না থাকলেও রমেশ পাওয়ার সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে লেভেল-থ্রি কোচিং কোর্স করে এসেছেন। সেই সার্টিফিকেটকে হাতিয়ার করেই জাতীয় দলের অন্দরমহলে ঢুকে পড়েন জাতীয় দলের হয়ে দু’টি টেস্ট ও ৩১টি ওয়ান ডে ম্যাচে যথাক্রমে ৬টি ও ৩৪টি উইকেট নেওয়া পাওয়ার।

মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেনির ক্রিকেট খেলার বিপুল অভিজ্ঞতা রয়েছে ডানহাতি অফস্পিনারের। ১৪৮টি ফার্স্ট ক্লাস ম্যাচে ৪৭০টি উইকেট নিয়েছেন তিনি। প্রথম শ্রেনির ক্রিকেটে ৭টি সেঞ্চুরি ও ১৭টি হাফসেঞ্চুরিও রয়েছে পাওয়ারের। ১১৩টি লিস্ট এ ম্যাচে ১৪২টি উইকেট নিয়েছেন তিনি। ২৮টি টি-২০ ম্যাচে রমেশের সংগৃহীত উইকেট সংখ্যা ১৪।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া