adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্দি নওশাবা এবার ঢাকা মেডিকেলে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ফেসবুক লাইভে এসে দুই জন ছাত্রকে হত্যা ও একজনের চোখ উপড়ে ফেলার গুজব ছড়ানো অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ নিরাপত্তা হেফাজতে অসুস্থ হয়ে পড়ার পর এবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টা দিকে এই অভিনেত্রীকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। এ আগে বিকালে তিনি এই হাসপাতালে চিকিৎসা শেষে ফিরে গিয়েছিলেন।

বিকাল পৌনে চারটার দিকে নওশাবাকে হাসপাতালে আনা হয়। তিনি ডায়রিয়া, মাথা ব্যাথা ও পায়ের ব্যাথায় ভুগছিলেন। চিকিৎসা শেষে বিকাল সাড়ে চারটার সময় তাকে আবার নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেলের চিকিৎসকরা এই অভিনেত্রীর এমআরআই করতে দিয়েছেন বলেও জানান ওই কর্মকর্তা। আর এই পরীক্ষা শেষে রিপোর্ট নিয়ে তাকে আবার আসতে বলা হয় তখন।

রাতে হাসপাতালে এই অভিত্রেীকে আনার পর তাকে নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক শফিকুল ইসলামের তত্বাবধানে ২০৪ নং ওয়ার্ডের ইউনিট-৩ এর ২১ নং বেডে ভর্তি করা হয়।

গত ৪ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে নওশাবা ফেসবুক লাইভে এসে উদ্ভ্রান্তের মতো বলতে থাকেন, দুই জনকে মেরে ফেলা হয়েছে। একজনের চোখ তুলে ফেলা হয়েছে। তিনি এমনভাবে বলছিলেন যেন তিনি পুরো ঘটনাটি সরাসরি দেখছেন।

অথচ এই অভিনেত্রী তখন ছিলেন উত্তরায়, আর তিনি বলছিলেন জিগাতলার কথা। পরে সেই রাতেই র‌্যাব আটক করে এই অভিনেত্রীকে।

আটকের আগেই নওশাবা ফেসবুক লাইভে এসে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করেন। বলেন, তার আমার কাছে একটি ফোন এসেছিল এবং যে আমাকে ফোন করেছিল। তার কথায় বিভ্রান্ত হয়ে তৎক্ষণাৎ লাইভে যান।

নওশাবা বলেন, ‘ও আমাকে (যে ফোন করেছিল) বলে যে ঘটনাটি জিগাতলায় হচ্ছে। আমি সে সময় উত্তরাতে ছিলাম। আমি ভুল তথ্য দ্বারা বিভ্রান্ত হয়ে আবেগপ্রবণ হয়ে ইনস্ট্যান্টলি লাইভে আসি এবং আমি বলি যে এরকম হচ্ছে।’

‘পরবর্তীতে আমি জানতে পারি যে, আমাকে যে তথ্যগুলো দেয়া হয়েছিলো সেগুলোর একটিও সত্যি না। অ্যান্ড আই অ্যাম ইউজড (এবং আমাকে ব্যবহার করা হয়েছে)।’

পরে র‌্যাববকে নওশাবা জানান, রুদ্র নামে একটি ছেলের কথা শুনে তিনি ওই লাইভে দিয়েছেন। ৩ আগস্ট শাহবাগে ছাত্রদের অবস্থানে গিয়ে তার সঙ্গে পরিচয় হয়।

৫ আগস্ট আদালতে হাজির করে নওশাবাকে চারদিনের জন্য রিমান্ডে নেয় পুলিশ। পরে ১০ আগস্ট তাকে আরও দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। সেই রিমান্ড শেষ হয়েছে রবিবার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া