adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড. কামালের কাছে জানতে চান ওবায়দুল কাদের – গুন্ডাতন্ত্র কাকে বলে

ডেস্ক রিপাের্ট : দেশে এখন গুন্ডাতন্ত্র চলছে বলে গণফোরাম নেতা ড. কামাল হোসেনের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় গুন্ডাতন্ত্র কাকে বলে তা জানতে চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশ্ন রাখেন ক্ষমতাসীন দলের নেতা।

কাদের বলেন, ‘গুন্ডাতন্ত্র কাকে বলে তা সবিনয়ে কামাল হোসেনকে জিজ্ঞেস করতে চাই। চোখ উপড়ে আমাদের কর্মীর স্বেচ্ছাসেবক লীগের কর্মী আরাফাত বাপ্পীর। সেই আহত কর্মীকে হাইজ্যাক করলেন ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্যে।’

কামাল হোসেনের প্রতি ইঙ্গিত করে কাদের বলেন, ‘দেশে যখন শান্তিময় পরিবেশ বিরাজ করেছিল ঠিক সেসময়ে ১/১১ কুশীলবরা আবার রাজনৈতিক অঙ্গনে নেমে ঘোলাপানিতে মাছ শিকারের অশুভ খেলায় মেতে উঠেছে।’

‘দেশে বিধ্বংসী রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে। আজকে অনেকই অনাবশ্যক কটূ ভাষণ দিচ্ছে। কটূ ভাষণ দিয়ে তাঁরা রাজনীতির দূষণ হয়ে আছে। রাজনীতিতে মতান্তর থাকবেই, কিন্তু সেই মতান্তরকে ছদ্মবেশী রাজনৈতিকরা বিধ্বংসী মনান্তরের সীমা অতিক্রমে নিয়ে যাচ্ছে। যা দেশের জাতি, গণতন্ত্র ও ভবিষ্যতের জন্য দুঃসংবাদ।’

‘আমরা সব জানি’

‘কোথায় কী হচ্ছে সেটা আমরা জানি’ মন্তব্য করে কাদের বলেন, ‘দেশে হচ্ছে, বিদেশে হচ্ছে। প্রথম প্রহরে, মধ্য প্রহরে, শেষ প্রহরেও হচ্ছে রাতের অন্ধকারে। সরকার কিছু জানে না, সেটা ভাবলে বোকার স্বর্গে বাস করছেন। সবকিছুই আমরা জানি।’

‘সবকিছুই আমাদের নলেজে আছে। কত ষড়যন্ত্র হয়েছে, শত বৈঠক হয়েছে ব্যবস্থা নিলে কারও জেলের বাহিরে থাকার কথা ছিল না। কিন্তু আমরা ধৈর্য ধরছি।’

শিক্ষার্থীরা ঘরে ফিরে গেলেও দেশকে অশান্ত করার জন্য সারাদেশ থেকে তাদের ক্যাডারদেরকে এনে ঢাকা অচলের চেষ্টার অভিযোগ করেন কাদের। বলেন, ‘ঢাকা অচল করে বাংলাদেশ অচল করার পরিকল্পনা তাদের ছিলো এবং আছে।’

ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে

ছাত্র আন্দোলনের শেষ দিকে এসে হঠাৎ হেলমেট বাহিনীর আবির্ভাব ও এর পেছনে ছাত্রলীগের নাম আসা নিয়েও কথা বলেন আওয়ামী লীগ নেতা। দাবি করেন, ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা চলছে।

কাদের বলেন, ‘ছাত্রলীগের নতুন কমিটি হয়েছে। এখনও তাঁরা ভালো করে গুছিয়ে উঠতে পারেনি। এ এলাকায় ছাত্রলীগের (ধানমন্ডি) কোন কমিটি ছিলো না।’

‘যারা আহত হয়েছে তাদের বেশিরভাগই সাবেক ছাত্রনেতা, বিভিন্ন উপ-কমিটির সদস্যরা। তাদের মধ্যে ৪৬জন আহত হয়েছে। আক্রান্ত হলাম আমরা কিন্তু এখন দেশে-বিদেশে সুপরিকল্পিতভাবে অপবাদ ছড়ানো হচ্ছে। আমাদেরকে আক্রমণকারী চিহিৃত করে দলের এবং ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।’

কাদের বলেন, ‘কানাডার আদালতে প্রমাণিত সন্ত্রাসী দল বিএনপি তাদের চিহিৃত সন্ত্রাসীদের জন্য যে কলঙ্ক অর্জন করেছিল তা আজকে চাপিয়ে দিতে চেয়েছে আওয়ামী লীগের উপর, আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের উপর। আমরা এ ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা জানাই।’

‘গতকাল আমি সাংবাদিকদের বলেছি, ছাত্রলীগের উপর অপবাদ আসছে,। আপনারা আমাকে তালিকা দিন। কারা কারা এতে জড়িত আছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’

‘শেখ হাসিনার সরকারে আমলে অন্যায় ও অপকর্ম করে কেউ রেহাই পায় না। ছাত্রলীগের কেউ যদি সাংবাদিক নির্যাতনে জড়িত থাকে তাহলে আমরা কোন অবস্থায় ছাড় দেব না। এটা আমাদের নীতি এবং সিদ্ধান্ত।’

সাংবাদিকেদেরকে তবে কারা মেরেছেন-জানতে চাইলে কাদের বলেন, ‘এ সময়ে যারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চান, তাঁরা টার্গেট করেন সাংবাদিকদের। কারণ, সাংবাদিকদের টার্গেট করে ফায়দা তোলার চেষ্টা এ দেশে অনেকবার হয়েছে। পৃথিবীর অনেক দেশেই এটা হয়। আমাদের দেশেও আমরা তা বারবার লক্ষ্য করেছি।’

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে চলমান আন্দোলন নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তা কবে হবে এ প্রশ্নের জবাবে বলেন, আটঘাট বেঁধে তদন্ত হচ্ছে। যাতে ধরা পড়লে কেউ জাল ছিঁড়ে বের না হতে পারেন।

সোহেল তাজের স্ট্যাটাস প্রসঙ্গ

সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজ ফেসবুক স্ট্যাটাসে স্বৈরতান্ত্রিক শাসনের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এটি বর্তমান শাসনামলের সঙ্গে তুলনা কি না, সে বিষয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘তিনি (সোহেল) দীর্ঘদিন ধরেই আমাদের রাজনীতির বাহিরে আছেন। এটা তাঁর ব্যক্তিগত বিষয়।’

দুটি আন্ডারপাস

রমিজউদ্দিন কলেজ সংলগ্ন রাস্তায় আন্ডারপাস দ্রুততার সাথে নির্মাণের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান সড়ক মন্ত্রী। জানান, আগামী রবিবার প্রধানমন্ত্রী এ আন্ডারপাস নির্মাণের কাজ উদ্বোধন করবে।

সংসদ ভবন থেকে ন্যাম ভবন পর্যন্ত এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আরও দুটি আন্ডারপাস নির্মাণেরও দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান কাদের।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া