adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লেনদেন বাড়লেও ৫১ শতাংশ প্রতিষ্ঠানের দর পতন

ডেস্ক রিপাের্ট : সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারের সূচক ও লেনদেন বেড়েছে। সূচক ও লেনদেন বাড়লেও দিনশেষে বাজারের ৫১.১৯ শতাংশ বা ১৭২টি কোম্পানির শেয়ার দর কমেছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনা ২৮.৪৭ পয়েন্ট বেড়েছে। এসময় ডিএসইতে ৭১০ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক বেড়েছে ৬৫.৯২ পয়েন্ট। এসময় সিএসইতে ৩৩ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টি, দর কমেছে ১৭২টির ও দর অপরিবর্তিত ছিল ৩৪টি প্রতিষ্ঠানের। দিনশেষে ডিএসইতে ১৯ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ২৮৪টি শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৭১০ কোটি ৫২ লাখ টাকা। এর আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ৩১ লাখ টাকা। অর্থাৎ আগের কার্যদিবসের তুলনায় ডিএসইতে লেনদেন বেড়েছে ৭১ কোটি টাকা।

লেনদেন শেষে ডিএসই’র সার্বিক মূল্য সূচক বেড়েছে ২৮.৪৭ পয়েন্ট। এসময় ডিএসইএক্স সূচক ৫৩৮১.৮৮ পয়েন্টে স্থিতি পেয়েছে।

অপরদিকে, ডিএসইএস সূচক আগের কার্যদিবসের তুলনায় ৬.৩৭ পয়েন্ট বেড়েছে।

দিনশেষে ডিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে বিবিএস ক্যাবলস। দিনশেষে কোম্পানিটির ৬০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। টার্নওভার তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ইউনাইটেড পাওয়ার, কোম্পানিটির ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে দিয়ে টার্নওভার তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল।

টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ড্রাগন সুয়েটার, সায়হাম টেক্সটাইল, আমান কটন ফাইবার্স, লিগ্যাসি ফুটওয়্যার, ফার কেমিক্যালস, কনফিডেন্স।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, দর কমেছে ১১৫টির ও দর অপরিবর্তিত ছিল ২৫টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইতে ৩৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসই’র সাধারণ মূল্য সূচক আগের কার্যদিবসের তুলনায় ৬৪.৯২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ১৩ পয়েন্টে স্থিতি পেয়েছে। এসময় সিএসইতে টার্নওভার তালিকার শীর্ষে উঠে এসেছে আমান কটন ফাইবার্স। কোম্পানিটির ৫ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া