adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হেলমেটধারীদের ছবি সংগ্রহ করে ব্যবস্থা, তালিকা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে হেলমেট পরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি জানিয়েছেন, হামলাকারীদের ছবি সংগ্রহ করা হয়েছে, তাদের শনাক্ত করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছে তথ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এই কথা জানান।

রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী মারা যাওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এই আন্দোলন চলাকালে গত রবিবার পেশাগত দায়িত্ব পালনের সময় রাজধানীর সাইন্সল্যাব এলাকায় সাংবাদিকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির ফটোসাংবাদিকসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হন। হামলার সময় দুর্বৃত্তদের হেলমেট পরা ছিল।

তথ্যমন্ত্রী বলেন, ‘কিছু জায়গায় সাংবাদিক বন্ধুদের যারা হামলা করেছে এটা দুঃখজনক ঘটনা। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করতে আমরা আজই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেব। আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন, তিনি এ বিষয়ে পদক্ষেপ নেবেন।’

মন্ত্রী বলেন, ‘আমি আবারও বলবো, কর্তব্যরত সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আমি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমরা সজাগ থাকবো।’

ইনু বলেন, ‘আপনারা বলছেন সাংবাদিকদের ওপর হামলা হলে তথ্য মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয় না। এটা সঠিক নয়। আমরা এর আগে মফস্বলেও পারস্পরিক সংক্ষুব্ধের ঘটনায় যেসব ঘটনা ঘটেছে সেখানেও আমরা ভূমিকা রেখে তা সমাধানের চেষ্টা করেছি।’

মন্ত্রী বলেন, ‘আপনারা খেয়াল করেছেন সম্প্রতি সাংবাদিকরা জঙ্গি হামলা শিকার হচ্ছেন বেশি। সরকারের কোনো বাহিনীর হামলার শিকার হচ্ছেন না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া