adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক মৌসুমে ফুটবলার বিক্রি করে আয় করলো ৫ হাজার ৩শত ৭৭ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক : ফুটবল ক্লাবের নাম মোনাকো। এটি ফ্রান্সের একটি ক্লাব। লিগ ওয়ানের সেরা দলটি ‘দ্য রেড অ্যান্ড হোয়াইট’ নামেই খ্যাত। তবে গত দুই মৌসুমে খেলার চেয়ে খেলোয়াড় বিক্রি করেই তাক লাগিয়েছে মোনাকো। খেলোয়াড় বিক্রি করে দুই মৌসুমে ৫৫০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মূদ্রায় ৫ হাজার ৩শত ৭৭ কোটি টাকা) আয় করেছে ক্লাবটি।

মোনাকোর বিক্রি করা খেলোয়াড়দের তালিকাটা বেশ লম্বা। এ তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পের মতো তারকা। আর তালিকায় শেষ সংযোজন আলজেরিয়ান উইঙ্গার রাচিদ গেজাল। লেস্টারসিটির কাছে আলজেরীয় এই উইঙ্গারকে ১৪ মিলিয়ন ইউরোতে বিক্রি করাতেই ৫৫০ মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য অঙ্কটা ছুঁয়েছে মোনাকো।

৫৫০ মিলিয়ন ইউরো আয়ের সবচেয়ে বড় অংশটা এসেছে ফ্রান্সের খেলোয়াড়দের মাধ্যমে। সবচেয়ে বড় দানটা মেরেছে ফরাসি ফরোয়ার্ড এমবাপ্পেকে বিক্রি করে। গত গ্রীষ্মে দল বদলের বাজারে এমবাপ্পেকে ধারে প্যারিস সেন্ট জার্মেইনের কাছে পাঠানো হয়েছে। সে সঙ্গে শর্ত, এ মৌসুমে তাদের হাতে তুলে দেওয়া হবে ১৮০ মিলিয়ন ইউরো। ফ্রান্সের আরেক মিডফিল্ডার থমাস লেমারকে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বিক্রি করা হয়েছে ৭০ মিলিয়নে, ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডিকে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করা হয়েছে ৫৭.৫ মিলিয়নে।

ইংলিশ একই ক্লাবের কাছে ৫০ মিলিয়নে বিক্রি করা হয়েছে পর্তুগিজ মিডফিল্ডার বার্নান্দো সিলভাকে, ব্রাজিলিয়ান রাইটব্যাক ফাবিনহোকে ৫০ মিলিয়নে ছাড়া হয়েছে লিভারপুলে, মিডফিল্ডার তিয়েমো বাকাইয়োকো চেলসিতে গেছেন ৪০ মিলিয়নে।

এ ছাড়া হাডার্সফিল্ডের কাছে কংগোলোকে ২০ মিলিয়ন ও আদামা দিয়াখাবিকে বিক্রি করা হয়েছে ১০ মিলিয়ন ইউরোতে। জোয়াও মুতিনহোকে ৫.৫ মিলিয়ন ও মেইতাকে ১০ মিলিয়নে বিক্রি করা হয়েছে লেস্টার সিটির কাছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া