adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রী অনুষ্কার মধ্যেই প্রিয় বন্ধুকে খুঁজে পান কোহলি 

স্পাের্টস ডেস্ক : প্রেম মানে তো বন্ধুত্বই। বিয়ে মানে ভাল বন্ধুর সঙ্গে সম্পর্কটা এক বন্ধনে আবদ্ধ করা। বন্ধুত্ব দিবসে কিছুটা এমন কথাই শোনা গেল ভারত অধিনায়ক বিরাট কোহলির গলায়। নিজের স্ত্রী-র মধ্যেই সেরা বন্ধুকে খুঁজে পান বিরাট কোহলি। সেটা অনেকবার দেখা গিয়েছে। আর তাই আন্তর্জাতিক বন্ধু দিবসে অনুষ্কা শর্মাকেই শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। টুইটারে কোহলি লিখলেন, ”আমাদের জীবনে অবদান রাখা মানুষ গুলি সম্পর্কে বলার জন্য আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসই হল সেরা সময়।” টুইটারে 30 বছরের বলিউড অভিনেত্রী-স্ত্রী অনুষ্কার সঙ্গে একটা সেলফি পোস্ট করে কোহলি বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা জাানলেন। সঙ্গে বোঝালেন জীবন সঙ্গীই ভাল বন্ধু হয়। আসলে বিরুষ্কা এমনই।খারাপ সময়ে তাঁরা দুজনেই দুজনের পাশে থাকেন।

2015 বিশ্বকাপে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে কোহলির ব্যর্থতার পর, ম্যাচ শেষে অনুষ্কা নাকি মনের কিছু কথা তাঁকে বলেছিলেন, যা তাঁকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। সমালোচকরা যখন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোনও বিদেশ সফরে অনুষ্কাকে নিয়ে কোহলিকে ঘুরতে দেখলে আঙুল তোলে, তখন তাঁর সতীর্থরা জানে আসলে স্ত্রী অনুষ্কা হলেন বিরাটের মেন্টর-বন্ধু। গ্যালারিতে বসে অনুষ্কার সমর্থন কোহলিকে চাগিয়ে তোলে। আর তাই দক্ষিণ আফ্রিকা হোক বা ইংল্যান্ড। ভাল ইনিংস খেলে সেঞ্চুরিই করলেই কোহলির চুম্বন উড়ে যায় গ্যালারিতে বসে থাকা তাঁর মেন্টর-বন্ধু অনুষ্কার দিকে। আসলে শুধু বান্ধবী বা স্ত্রী হিসেবে নয়, বন্ধু হিসেবেও কোহলির জীবনে অনুষ্কার অবদান অনস্বীকার্য। আর তাই কোহলিকে বন্ধুত্ব দিবসে এমন পোস্ট করতে দেখা গেল।

এদিকে, এজবাস্টনের কথা ভুলে, বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় টেস্টে ভাল খেলতে মরিয়া ভারত অধিনায়ক বিরাট কোহলি। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড এগিয়ে 1-0। তবে তীরে এসে তরী না ডুবলে সিরিজে এখন ফলাফল অন্যরকম হতে পারত। প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে 200 রান করেও কোহলিকে পরাজিত দলের হয়ে থাকতে হয়েছিল, তাঁর দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য়। লর্ডস টেস্টের প্রথম একাদশ বাছতে গিয়ে এজবাস্টনের ব্যর্থতার কথা মাথায় রাখা হবে বলে মনে করা হচ্ছে। ফলে শিখর ধাওয়ানকে বাদ দিয়ে চেতেশ্বর পূজারাকে লর্ডসে খেলানোর সম্ভাবনা তৈরি হয়েছে। আর হার নয় কোহলি জিততে চাইছেন। বন্ধুত্ব দিবসে অনুষ্কার সঙ্গে যতই ভাব করুন না কেন, ব্যর্থতাকে ‘আড়ি, আড়ি, আড়ি’ বলতে চাইছেন। এখন দেখার তাঁর দলের সতীর্থরা তেমনটা চান কি না। -এনডিটিভ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া