adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোনো রকমের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ডেস্ক রিপাের্ট : কোনো রকমের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ডিজিটাল প্রযুক্তিকে নোংরা কথা, অপপ্রচারে ব্যবহার না করে ভালো কাজে ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।

নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় চারজনকে হত্যা ও চারজনকে ধর্ষণের গুজব তুলে তুলকালামের পরদিন রবিবার গণভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ১০টি জেলায় ৩০০ ইউনিয়নের অপটিক্যাল ফাইবার সংযোগ উদ্বোধন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে তার সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরে বলেন, ‘এতে যেমন সেবাও বাড়ছে, তেমনি আমাদেরকে বিভিন্ন ঝামেলাও পোহাতে হচ্ছে।’

‘দেশের ভেতরেই একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করারও প্রচেষ্টা চলছে। আমি বলব, কেউ গুজবে কান দেবেন না। বা এই মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। যাই দেখেন, শুনেন আগে যাচাই করে নেবেন।’

‘যাচাই না করে যেন কিছু করবেন না। স্কুলের ছাত্র-ছাত্রী আর যুবসমাজ, তাদের প্রতিও আমার এই আহ্বান থাকবে। কোনো রকম বিভ্রান্তি ছড়ানো, গুজব ছড়ানো, এটা না।’

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর দিন থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। কিন্তু তাদের আন্দোলন প্রলম্বিত হওয়ার সুযোগে তৃতীয় শক্তি সুযোগ নেয়ার চেষ্টা করছে বলে সতর্ক করেছে সরকার।

শিক্ষার্থীদের মধ্যে বহিরাহতদের অনুপ্রবেশের বিষয়টিও স্পষ্ট। বছরের এই সময় স্কুলের পোশাক বিক্রির চাহিদা না থাকলেও ইদানীং অস্বাভাবিক হারে বেড়েছে পোশাকের চাহিদা। পরিচয়পত্রও তৈরি হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের। আবার ঢাকায় মিরপুরে হামলা হয়েছে থানায় সেটি শিক্ষার্থীদের কাজ বলে বিশ্বাস করছে না পুলিশ।

এর মধ্যে আবার শনিবার চারজনকে হত্যা ও ধর্ষণের গুজবটি পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে ফেসবুকে। একজন অভিনেত্রী ফেসবুক লাইভে এসে দুইজনকে হত্যা এবং একজনের চোখ তুলে নেয়ার কথা বলার পর আরও অন্তত চারজন তরুণী এবং একজন তরুণ আর একটি শিশুর সাক্ষাৎকারের মতো করে ভিডিও ছাড়া হয়েছে এ বিষয়ে। আর এরপর হয় তুলকালাম।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া ভালো কাজে ব্যবহার করার আহ্বান জানান। বলেন, ‘নোংরা বক্তব্য দেয়া, নোংরা কথা বলা, অপপ্রচার চালানো, এগুলো পরিহার করতে হবে।’

‘মাঝেমধ্যে যখন দেখি, অনেক সময় তাতে এমন ধরনের ভাষা ব্যবহার হয়, এমন ধরনের কথা বলা হয়, যেটা নিজেদের পড়তে লজ্জা করে, ঘৃণা হয়। ওই ধরনের নোংরা কথাবার্তা যেন কোনোমতেই এই ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করে… একটা আধুনিক প্রযুক্তি, যেটা মানুষের জীবন গড়ার কাজে, জীবনকে সুন্দর করার কাজে ব্যবহার করতে পারে, শিক্ষার কাজে ব্যবহার করতে পারে, সেটার কোনো মতে যেন অপব্যবহার না হয় এটা আমরা চাই।’

‘এটাকে ভালো কাজে ব্যবহার করবেন, কোনোমতে যেন আজেবাজে কাজে ব্যবহার না হয়, এই বিষয়টা সবাইকে দেখতে হবে।’

‘পরিস্থিতি ব্যবহারের চেষ্টা’

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, একটি গোষ্ঠী আছে যারা সব সময় পরিস্থিতিকে কাজে লাগাতে চায়।

‘তারা চেষ্টা করে যাচ্ছে এমন একটা পরিস্থিতিতে তারা কোনোমতে একটা অবস্থান তৈরি করতে পারে কি না। যেমন তারা ফেসবুকে রিউমার দিল, আওয়ামী লীগ অফিসে নাকি চার জনকে মেরে লাশ রেখে দেয়া হয়েছে।’

আওয়ামী লীগের কার্যালয়ে কারা হামলা করেছে সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের ব্যাগের ভেতরে পাথর। তারা ছাত্র যদি হবে, ব্যাগের ভেতরে তো বই থাকবে পাথর থাকবে কেন? আর এই পাথর তারা আওয়ামী লীগ অফিসে ছুড়ে মেরেছে। গ্লাস টাস টাচ ভেঙেছে।’

এই হামলার পরও প্রধানমন্ত্রী নেতা-কর্মীদেরকে ধৈর্য ধরার নির্দেশ দিয়েছিলেন বলে জানান। বলেন, ‘আমাকে বারবার ফোন করেছে, ‘আমরা তো জিম্মি হযে যাচ্ছি’। ‘আমি বলেছি, তোমরা ধৈর্য ধরে থাক’। বলেছে, ‘আমরা তো আহত হয়ে যাচ্ছি’। বলেছি, ‘হোক আহত। ধৈর্য ধরো, কতটুকু করতে পারি’।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এরপর আমাদের ছাত্রলীগের নবনির্বাচিত প্রেসিডেন্ট, সেক্রেটারি তারা ওদের সাথে কথা বলেছে। অনেকে বলেছেন, ওখানে মেরে লাশ রাখা হয়েছে। তারপর তাদেরকে নিয়ে গেছে আওয়ামী লীগ অফিসে।’

‘২০-২৫ জন তারা গেছে, সারা অফিস তন্নতন্ন করে খুঁজেছে, কোথায় লাশ আছে? কোথায় মেয়েদের নির্যাতন করা হচ্ছে? তারা নিজের চোখে সব দেখেছে।’

‘একটা ঘটনা দেখে আপনারা বুঝতে পারেন। বিডিআর গেটে হামলা, সেখানে ব্ল্যাংক ফায়ার হচ্ছে, এই অস্ত্রটা কোত্থেকে আসল, কারা গুলি করল?’

শিক্ষার্থীদের ঘরে ফিরিয়ে নেয়ার আহ্বান

এ সময় রাস্তা থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে অভিভাবক এবং শিক্ষকদের অনুরোধ করেন প্রধানমন্ত্রী। বলেন তৃতীয় পক্ষ ঢুকে পড়েছে বলে তিনি শঙ্কিত।

সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঠেকাতে সরকার নানা কাজ করে যাচ্ছে জানিয়ে এর সবগুলোই সময় সাপেক্ষ বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, ট্রাফিক আইন চালকদের পাশাপাশি মানতে হবে সবারই। শৈশব থেকেই ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষা দিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া