adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘শুধু মেসিতে নয়, আর্জেন্টিনার আরও কিছু দরকার’

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা মানেই লিওনেল মেসি। গত এক দশক ধরে আর্জেন্টিনা জাতীয় দলে এটাই যেন নিয়ম! কোচ বদলে হয়েছে। এক কোচ চলে গেছেন, আরেকজন এসেছেন। কিন্তু অঘোষিত নিয়মটা পাল্টায়নি। যিনিই কোচের দায়িত্ব নিয়েছেন, দলের পরিকল্পনাটা সাজিয়েছেন মেসিকে কেন্দ্র করে। মেসিকে কেন্দ্রে করেই খেলিয়েছেন দলকে। মানে প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রেখেছেন শুধুই মেসিকে। কিন্তু তাতে সাফল্য আসেনি। বরং বারবার পুড়তে হয়েছে স্বপ্নভঙ্গের হতাশায়।

তাহলে উপায়? উপায়টা বাতলে দিলেন সেবাস্তিন ভেরন। আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিলেন, শুধু মেসির উপর নির্ভর করলে হবে না। সাফল্য পেতে হলে মেসির চেয়েও বেশি কিছু দরকার আর্জেন্টিনার। তার কথার সারসংক্ষেপ, শুধু মেসির দিকে চেয়ে থাকলে হবে না। দলের সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। দলের পরিকল্পনাটাও হতে হবে দলগত। খেলাটাও তৈরি করতে হবে দলগতভাবে। এক মেসি-কেন্দ্রিক পরিকল্পনায় সাফল্য মিলবে না। সেটা বরং মেসির জন্য বোঝা।

রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার দায়ে হোর্হে সাম্পাওলিকে সমঝোতার-বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দুজনকে! ২০১৮ সালের বাকি সময়টুকু দুই অন্তর্বর্তী কোচ লিওনেল স্কালোনি ও পাবলো আইমারের কাঁধে চেপেই চলতে চাইছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

মানে বিশ্বকাপ ব্যর্থতার পর আর্জেন্টিনা পথ চলতে চাইছে নতুনভাবে। সেই নতুন পথের যাত্রা শুরুর আগেই করণীয়টা বাতলে দিলেন ৪৩ বছর বয়সী ভেরন। মেসি জাতীয় দলের হয়ে খেলাটা চালিয়ে যাবেন নাকি অবসর নেবেন-বিশ্বকাপের পর থেকেই এই আলোচনাটা হচ্ছে। মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলে, বাধ্য হয়েই আর্জেন্টিনাকে পরিকল্পনাটা পাল্টাতে হবে। তিনি যদি খেলাটা চালিয়েও যান, তবু পরিকল্পনাটা বদলে ফেলার পরামর্শ দিলেন ভেরন।

মেসি জাতীয় দলের হয়ে খেলাটা চালিয়ে যাবেন ধরেই নিয়েই ভেরন বললেন, ‘অবশ্যই, লিও যদি আগ্রহীও হয় (খেলাটা চালিয়ে যেতে), তাহলেও দলের সবাইকে ধীরে ধীরে পরিকল্পনার অংশ করতে হবে।’ এতোদিন মেসি-কেন্দ্রিক যে পরিকল্পনায় দলকে খেলিয়েছেন কোচরা, তার সমালোচনা করে বলেছেন, ‘আমি মনে করি আমাদের মনোযোগ দিতে হবে ভিত্তিতে। সবকিছু চিন্তা করতে হবে দল কেন্দ্রিক। কোনো একজনকে ঘিরে পরিকল্পনা করা যাবে না যে, সে একাই আমাদের উদ্ধার করবে।’

দেশের হয়ে ৭৩টি ম্যাচ খেলা ভেরন নিজের মতামতের পেছনে উদাহরণও টেনেছেন, ‘ এই মুহূর্তে এটা দেখাও জরুরী যে, বিশ্বকাপে অন্য দলগুলো কিভাবে খেলেছে। দলকে একটা গ্রুপ হিসেবে গড়ে তোলা এবং খেলানোটা এখন অপরিহার্য।’ ভেরন অবশ্য এটাও বলেছেন, সেরাটা পেতে হলে মেসিকে সুখী রাখতে হবে। তবে আগের কোচদের মতো ভুল পথে নয়।

মেসিকে খুশি রাখার পরিকল্পনায় আগের কোচরা ভুল পথে হেঁটেছে দাবি করে ২০১০ সালে জাতীয় দল থেকে অবসর নেওয়া ভেরন বলেছেন, ‘তাকে সুখী রাখার বিষয়ে আমরা অনেক সময় নষ্ট করেছি। কিন্তু আমরা তার হাতে নির্দিষ্ট লক্ষ্য তুলে দিতে ব্যর্থ হয়েছি। আমি মনে করি, তাকে স্বস্তিতে রাখার বিষয়ে আমরা ভুল পথে হেঁটেছি। যথাযথ সাহায্য করতে পারিনি।’

ভেরন খুব করে চান, মেসি জাতীয় দলের হয়ে খেলাটা চালিয়ে যাক, ‘একজন ফুটবলার এবং একজন আর্জেন্টাইন হিসেবে আমি তাকে বলব যে, তাকে আমাদের দরকার। তাকে বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে হবে। যা তার মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে। তাকে আমাদের দরকার। কারণ, সে আর্জেন্টিনা দলের আত্মা। আশা করি সে যতদিন সম্ভব খেলাটা চালিয়ে যাবে। কারণ সে আর্জেন্টিনার সবচেয়ে বড় আইডল। তাকে এর দায়দায়িত্বটা নিতেই হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2018
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া