adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গয়েশ্বরকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক : জজ কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট- সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দি বলে মন্তব্য করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তলব করেছেন হাইকোর্ট। তাকে আগামী ২০ এপ্রিল হাইকোর্টে এসে ওই বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসাইনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার স্বপ্রণোদিত হয়ে তলব করেন গয়েশ্বরকে।রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মতপ্রকাশের স্বাধীনতা, আমার দেশ পত্রিকাসহ সব বন্ধ মিডিয়া খুলে দেওয়া ও পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে ওই মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, জজ কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট- সব কোর্টই এখন মুজিব কোটের পকেটে বন্দি। এই পকেট ছিঁড়তে না পারলে কেউ ন্যায়বিচার পাবে না, বিচারকদের বিবেক জাগ্রত হবে না। বিচারকরা একটি নির্দিষ্ট জায়গার ইশারায় রায় লেখেন বলেও মন্তব্য করেন তিনি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া