adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মমতা সিরাপ!


আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের লোকজনের কমন অসুখ হচ্ছে বদ হজম, বুক জ্বালা আর  অম্বল। এই সব অসুখের উপশমেও এ বার মমতার ছোঁয়া লাগতে চলেছে।। সব কিছু ঠিকঠাক থাকলে লোকসভা  ভোট শেষ হওয়ার আগেই রাজ্যে আসতে চলেছে নতুন ওষুধ মমতাজাইম! এটা কোনো রাজনীতির চমক নয়। জনগণের নেত্রীর নামে ওষুধ তৈরির পরিকল্পনার পিছনে রয়েছে শুধুই ব্যবসায়িক স্বার্থ। একটি  বেসরকারি ওষুধ নির্মাতা সংস্থা ইতিমধ্যেই নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধীর নামে  ওষুধ বের করে দু পয়সা কামিয়ে নিয়েছে।তাদের দুটি নতুন ওষুধ রাগাফ্লেম এবং নমোনি ভারতের বাজারে সুপারহিট হয়েছে বলে দাবি করেছে ওই সংস্থা।এবার পশ্চিমবঙ্গের বাজারে মমতার নামে হজমের ওষুধ আনার জন্য লাইসেন্স চেয়ে সেন্ট্রাল ড্র্রগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে আবেদন জানিয়েছে তারা। মমতাজাইম নামে সেই ওষুধের লোগো তৈরির কাজও শেষ।তৃণমূল নেতৃত্ব অবশ্য এমন উদ্যোগকে খুব ভাল চোখে দেখছেন না। দলীয় সাংসদ ডেরেক ও ব্রায়েন এ সম্পর্কে বলেছেন, বিষয়টি অস্বস্তিকর। এর নৈতিক এবং আইনি দিকগুলি আমরা খতিয়ে দেখব।  তাঁর দাবি, রাগা এবং নমো কারও আসল নাম নয়। কিন্তু মমতাজাইম-এর মাধ্যমে তৃণমূল নেত্রীর নামই তুলে আনা হচ্ছে। এটা মেনে নেয়া যায় না।রাহুল ও মোদির নামানুযায়ী  যে ওষুধ দুটি (রাগাফ্লেম ও  নমোনি)বাজারে ছাড়া হয়েছে সেগুলো প্যারাসিটামল গোত্রের ওষুধ। অর্থাৎ জ্বরজ্বারি ও ব্যথাবেদনায় সাধারণ ভাবেই এগুলো ব্যবহার করা যায়। ডাক্তারের প্রেসক্রিপশনের উপর নির্ভর করতে হয়না।  প্রস্তাবিত মমতাজাইম সাধারণ অম্বল-গলাবুক জ্বালায় ব্যবহার্য ওষুধ হিসেবেই বাজার পেতে চাইছে। আর এ ওষুধ যে পশ্চিমবঙ্গে বাজার পাবেই এ ব্যাপারে কোম্পানি নিশ্চিত। কেননা গত সপ্তাহে রাগাফ্লেম এবং নমোনি দুটি ওষুধই গোটা দেশে ২০ লাখ করে বিক্রি হয়েছে বলে জানা গেছে।আর ওষুধ ব্যবসায়ীদের বক্তব্য, প্রচারমাধ্যমের কল্যাণে গোটা দেশ জুড়ে এখন শুধু রাহুল আর মোদীর নাম।এই সাফল্যের সূত্র ধরেই সংস্থাটি এ বার মমতার জনপ্রিয়তাকে পুঁজি করতে চাইছে। তবে জাতীয় স্তরে নয়, তাদের লক্ষ্য পশ্চিমবঙ্গের বাজার। সংস্থার পক্ষ থেকে গবেষণা করে দেখা হয়েছে, পশ্চিমবঙ্গে  পেটের ওষুধের চাহিদাই সবচেয়ে বেশি! তাই মমতাজাইম!

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া