adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপি চার শর্তে নির্বাচনে যেতে পারে : এমাজউদ্দীন

নিজস্ব প্রতিবেদক : বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেয়াসহ চার শর্তে আগামী সংসদ নির্বাচন বিএনপি যেতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্বদ্যিালয়ের সাবেক উপাচার্য ও বিএনপিপন্থী বুদ্ধিজীবী অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব শর্তের কথা জানান তিনি।

‘খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের মিথ্যা মামলা ও দণ্ডাদেশ প্রত্যাহার’ দাবিতে মুন্সীগঞ্জ জেলা জাতীয়তাবদী ফোরাম এ সভার আয়োজন করে।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে এমাজউদ্দীন বলেন, ‘গণতন্ত্রের প্রথম শর্ত হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ নির্বাচনের জন্য সরকারকে চারটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, বিএনপি চেয়ারপারসনসহ সারাদেশে দলের ২০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ৭৮ হাজার মামলা রয়েছে। এগুলো প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনের তফসিলের আগে চলমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। তৃতীয়ত, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মিলে নির্বাচনকালীন সরকার গঠন করবেন। এতে বৃহত্তম বিরোধী দল হিসেবে বিএনপিকে পররাষ্ট্র ও স্বরাষ্ট মন্ত্রণালয়সহ ৩-৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। যাতে তারা সঠিকভাবে নির্বাচনের জন্য কাজ করতে পারে। এছাড়া ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারে, পাশাপাশি প্রার্থীরা যাতে সব ভোটারের কাছে ভোট চাইতে পারে সেই পরিবেশ তৈরি করতে হবে।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়াকে নিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মুক্তির জন্য আইনি সহায়তার পাশাপাশি গতকাল সমাবেশ করে যে শক্তি দেখিয়েছে বিএনপি, নিয়মতান্ত্রিকভাবে রাজপথে থেকে আন্দোলন করে সেই শক্তি দেখাতে হবে।’

বর্তমান সরকারের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থাকে কবরে নিয়ে গেছেন। এ কারণে গতকালও তিনজন এইচএসসি শিক্ষার্থী মারা গেছে।’

সংগঠনের সভাপতি এস এম জাহাঙ্গীরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া