adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টরন্টোর শীর্ষ মেধাবীর তালিকায় বাংলাদেশি মীর্জা নাহিয়ান

ডেস্ক রিপাের্ট : টরন্টো ডিষ্ট্রিক্ট স্কুল বোর্ডের (টিডিএসবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীর তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত মীর্জা নাহিয়ান। ৯৯.৩ শতাংশ নম্বর পেয়ে তিনি শীর্ষ চার মেধাবীর একজন হয়েছেন। বৃহস্পতিবার টিডিএসবি তাদের প্রধান কার্য্যালয়ে ২০১৭-২০১৮ সালের শীর্ষ মেধাবীদের তালিকা ঘোষণা করে। বিভিন্ন স্কুল থেকে সাতজন শিক্ষার্থী এই তালিকায় স্থান পেয়েছেন।

এই সময় মেধাবী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা, শখ, লেখাপড়ার সাথে ব্যক্তিগত জীবনের সময়ের সমন্বয় সম্পর্কে নিজেদের ধারনা তুলে ধরেন। নতুন শিক্ষার্থীদের জন্য পরামর্শও দেন তারা। সিডার ব্রে কলেজিয়েট স্কুল থেকে গ্রেড টুয়েলভ শেষ করেছে মীর্জা নাহিয়ান।

আসন্ন শিক্ষাবর্ষে কানাডার সেরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান টরন্টো বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার প্রকৌশল বিষয়ে স্নাতক শ্রেণীতে অধ্যয়ন করবে নাহিয়ান। ইতোমধ্যেই টরন্টো বিশ্ববিদ্যালয় তাকে ১০ হাজার ডলারের ‘ডিন’স এওয়ার্ড’ প্রদানের ঘোষণা করেছে। এছাড়া সম্মানজনক ‘শুলিচ লীডার স্কলারশীপ’-এর বাছাই পর্বে মনোনয়ন লাভ করেছে সে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক যন্ত্র প্রকৌশলী মীর্জা মোহাম্মদ মোফাখখারুল হোসেন (সোহাগ) ও নাসরিন সুলতানা দম্পতির দুই সন্তানের মধ্যে কনিষ্ঠ নাহিয়ানদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। নাহিয়ানের ভাই মীর্জা রিজওয়ান হোসেনও একজন মেধাবী ছাত্র। বর্তমানে টরন্টোর রায়ারসন বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সে।

সূত্র: নতুনদেশ ডটকম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া