adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আপনি আসলে কোন দলে খেলছেন? -ডােনাল্ড ট্রাম্পকে হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজের টুইটারে ট্রাম্পকে নিয়ে কটাক্ষ করেন হিলারি।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের পরও পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হওয়া নিয়ে ট্রাম্পকে মোক্ষম খোঁচা দেন তিনি। হিলারির টুইটার অ্যাকাউন্টের বরাত দিয়ে সোমবার বিবিসি এ খবর দিয়েছে।

রোববার রাতে এক টুইটার পোস্টে হিলারি চমৎকার এক ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য রাশিয়াকে অভিনন্দন জানান।

ট্রাম্পের উদ্দেশে লেখেন, ‘পুতিনের সঙ্গে বৈঠক বিষয়ে ট্রাম্পের কাছে এক প্রশ্ন : ট্রাম্প, আপনি কি জানেন, আপনি আসলে কোন দলের হয়ে খেলছেন?’ এর আগে একই দিনে ট্রাম্প এক টুইট বার্তায় বিশ্বকাপজয়ী ফ্রান্স ফুটবল দল, পুতিন ও রাশিয়ার জনগণকে এ যাবৎকালের অন্যতম সেরা ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য অভিনন্দন জানান।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে প্রথমবার আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন ট্রাম্প ও পুতিন। যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের ঘটনায় রাশিয়ার ১২ গোয়েন্দাকে অপরাধী হিসেবে অভিযুক্ত করার কয়েকদিনের মাথায় এ বৈঠক হল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া