adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে বিএনপি প্রার্থীকে জামায়াত সমর্থন দেবে : ফখরুল

ডেস্ক রিপাের্ট : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী দিতে অনড় রয়েছে। তবে জামায়াতের প্রার্থীতা প্রত্যাহারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি।

শনিবার ২০ দলীয় জোটের বৈঠকে এবিষয়ে বিস্তর আলোচনা হয়। জামায়াতকে বিএনপির প্রার্থীকে সমর্থন দেয়ার জন্য অনুরোধ করা হয় বিএনপির পক্ষ থেকে। দলটি আশা করছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে জামায়াত বিএনপির প্রার্থীকেই সমর্থন করবে।

বিকালে জোটের বৈঠক শেষ করে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় সে বিষয়টি বেরিয়ে আসে।

সিলেট সিটি নির্বাচনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে জামায়াতে ইসলামী ২০ দলের প্রার্থী হিসেবে আরিফুল ইসলামকে সমর্থন করবে। তারা বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।

তিনি বলেন, আমাদের ২০ দলীয় জোটের মধ্যে কোন বিরোধ নেই। সিলেট সিটিতে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে, এটি নিয়ে ঐক্য নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটি জাতীয় নির্বাচনের কোনো প্রভাব ফেলবে না। আমরা আশা করি সিলেটে জামায়াত বিএনপি প্রার্থীকে সমর্থন দিবে। আমাদের ঐক্য অটুট থাকবে।

শনিবার বিকেলে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলের বৈঠক শেষে এসব কথা বলেন ফখরুল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেন, আজ জোটের বৈঠকে সিলেটে মেয়র নির্বাচনে জামায়াতের প্রার্থীর বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে এখনও তাদের প্রার্থী আছে। আমরা বসে নেই এখনও তাদের সাথে আলোচনা চলছে। জামায়াতের মোবারক হোসাইন বৈঠকে ছিলেন তার সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই। তিনি আমাদের অনুরোধটি তার দলের নেতাদের অবহিত করবেন। ।

জোটের বৈঠকে জোটের শরীক জাতীয় পার্টি কাজী জাফরের মহাসচিব মোস্তফা জামাল হায়দারের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এছাড়া এলডিপি সভাপতি কর্নেল অলীর গাড়ি বহরে হামলার ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা এবং ক্ষোভ জানিয়েছে ২০ দল। জোট এসব হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। ওইসময় সেখানে দায়িত্বে থাকা পুলিশের নিশ্চুপ থাকার বিষয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামির কর্মপরিষদ সদস্য মোবারক হোসেন ভূইয়া, বিজেপি আন্দালিব রহমান পার্থ, সাম্যবাদী দলের সাঈদ আহমদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ, জাতীয় পার্টি (কাজী জাাপর) আহসান হাবীব লিঙ্কন, লেবার পার্টির একাংশের সভাপতি ড. ফরিদুজ্জামান ইরান, খেলাপত মজলিশের যুগ্ম মহাসচিব গোলাম আজগর, জমিয়ত উলা আল ইসলামের মহিউদ্দিন ইকরাম।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া