adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফ্রান্স কোচের রেকর্ডের হাতছানি

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট ফ্রান্স। এরই মধ্যে দাপটের সঙ্গে ফাইনাল নিশ্চিত করেছে দলটি। রোববার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমে ক্রোয়েশিয়াকে হারাতে পারলেই রেকর্ড বইয়ে নাম তুলে ফেলবেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। কোচ হিসেবে এবার বিশ্বকাপ জিতে ফ্রেঞ্জ বেকেনবাওয়ার, মারিও জাগালোর কীর্তিকে স্পর্শ করার হাতছানি দেশমের সামনে।

মঙ্গলবার বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে দিদিয়ে দেশমের ফ্রান্স। ১৯৭৪ সালে ফুটবলার হিসেবে ও ১৯৯০ সালে কোচ হিসেবে দুবারই জার্মানিকে বিশ্বচ্যাম্পিয়ন করেন ফ্রেঞ্জ বেকেনবাওয়ার।

তবে বেকেনবাওয়ারের মত ভাগ্য সুপ্রসন্ন ছিল না ফোলারের। ১৯৯০ সালে ফুটবলার হিসেবে বিশ্বকাপ জিতলেও ২০০২ সালে কোচ হিসেবে দল বিশ্বকাপের ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি ফোলারের দল। জার্মানির বেকেনবাওয়ারের মতো ব্রাজিলের মারিও জাগালো ফুটবলার ও কোচ হিসেবে দু’বারই বিশ্বকাপের ফাইনালে ওঠেন। ১৯৫৮ সালে ফুটবলার হিসেবে এবং ১৯৭০ সালে কোচ হিসেবে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি।

বেকেনবাওয়ার, জাগালো- এই দু’জনের পাশে নাম লেখানোর সুযোগ দেশমের সামনে। ১৯৯৮ সালে অধিনায়ক হিসেবে বিশ্বকাপের ট্রফি জয় করেছিলেন দেশম। ১৫ জুলাই মস্কোতে ফ্রান্স বিশ্বকাপ ফাইনাল জিতলেই রেকর্ড বইয়ে নাম উঠে যাবে দেশমের।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া