adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এরশাদের ফুটবল খেলা দেখে প্রেমে পড়ে যান তরুণী

ডেস্ক রিপাের্ট : জাতীয় পার্টির চেয়ারম্যন হুসেইন মুহাম্মদ এরশাদ। সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ছাড়াও আরেকটি পরিচয় আছে এই রাজনীতিকের। তিনি ছিলেন একজন প্রতিভাবান ফুটবল খেলোয়াড়। তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ফুটবল দলের অধিনায়ক ছিলেন তিনি। দলের হয়ে ফুটবল খেলতে গিয়েছিলেন ইরানেও।

রাজধানীর একটি অনুষ্ঠানে যোগদানের ফাঁকে নিজের ফুটবল জীবন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন সাবেক এই রাষ্ট্রপতি।

এই ফুটবল ঘিরেই প্রথমবার কোনো তরুণী তার প্রেমে পড়েন বলে জানান এরশাদ। পরে তিনি নিজেও সেই প্রেমে জড়িয়ে যান। অবশ্য কলেজ জীবনের সেই প্রেম কাঙ্ক্ষিত পরিণতি পায়নি।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, সময়টা ছিল রংপুরে কারমাইকেল কলেজে পড়ার সময়ে। তিনি তখন রংপুরের তুখোড় ফুটবল খেলোয়াড়। ফুটবল দলের অধিনায়কও ছিলেন তিনি।

এরশাদ বলেন, তার ফুটবল খেলায় মুগ্ধ হয়ে এক তরুণী তার প্রেমে পড়েন। তিনি নিজেও জড়িয়ে যান সেই প্রেমের বাঁধনে। সেই ভালোবাসার নারীকে বিয়ের প্রস্তাবও দেন।

কিন্তু ওই তরুণী এরশাদকে বলেন, ‘তোমার (এরশাদের) উজ্জ্বল ভবিষ্যৎ আছে। বিয়ে করলে সেটা নষ্ট হবে।’

তিনি বলেন, ‘আসলে তখন বিয়ে করে ফেললে আমি আজকের এরশাদ হতে পারতাম না।’

তবে প্রথম প্রেমের কথা কখনো তিনি ভুলতে পারেননি। সাবেক এই রাষ্ট্রপতি বলেন, তিনি সে নারীর খোঁজ রাখতেন। বছর পাঁচেক আগে তিনি মারা গেছেন।

এরশাদ তার ফুটবল স্মৃতিময় প্রথম প্রেমের গল্প বলার সময় পার্টিরর মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এরশাদ আরও বলেন, তিনি ব্রাজিল ফুটবল দলের সমর্থক। এই ৮৮ বছর বয়সেও রাত জেগে প্রতিটি খেলা দেখেন। -পরিবর্তন ডটকম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া