adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুষ্ঠুর কোনো ডেফিনেশন নাই : নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ   সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘সুষ্ঠুর কোনো ডেফিনেশন নাই। কিন্তু আইনটা নির্ধারিত, ওটার ডেফিনেশন আছে।’ তিনি আরো বলেন, ‘আইনানুগ নির্বাচন হলে পরে আমরা ধরে নেই এটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন বলে বিবেচিত হবে।’

রোববার নির্বাচন কমিশনের ভবনে নিজ কার্যালয়ে এসব কথা বলেন রফিকুল ইসলাম।

গত ২৬ জুন অনুষ্ঠিত হয় গাজীপুর সিটি নির্বাচন। আর এর আগে অনুষ্ঠিত হয় খুলনা সিটি নির্বাচন। এ দুই সিটি নির্বাচন কেমন হয়েছে তা নিয়ে দেশিয় বিভিন্ন সংস্থার পাশাপাশি আনুষ্ঠানিক মন্তব্য ছিল বর্হিবিশ্বেরও। নির্বাচন নিয়ে এসব মন্তব্যের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন আইন মেনে হয়েছে কি না সেটাই কমিশনের কাছে মূল বিবেচ্য।’

রফিকুল ইসলাম বলেন, ‘যেহেতু সুষ্ঠুর কোনো ডেফিনেশন নাই, কিন্তু আইনটা কিন্তু নির্ধারিত, ওটার ডেফিনেশন আছে। ওটার ব্যাখ্যা আছে, ওটার ইন্টারপ্রিটেশন আছে। এজন্য আমরা যখন কাজ করি তখন আইনানুগ নির্বাচনের জন্যই সমস্ত কার্যক্রম করি। আইনানুগ নির্বাচন হলে পরে আমরা ধরে নেই এটা মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন বলে বিবেচিত হবে।’

গাজীপুর সিটি নির্বাচন নিয়ন্ত্রণ করার যেসব অভিযোগ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্র মার্শা বার্নিকাট করেছেন তা খতিয়ে দেখতে তথ্য প্রমাণ চেয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

রফিকুল ইসলাম বলেন, ‘উনি (বার্নিকাট) দয়া করে আমাদের যদি তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করেন, তাহলে আমরা সেটা খতিয়ে দেখব। কিন্তু কেউ যদি বলে এটা আইনানুগ হলে অবাধ হয়নি, আমার কাছে কিন্তু অবাধের ডেফিনেশনটা দরকার।’

গাজীপুর সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগে যেসব কেন্দ্রের ভোট স্থগিত হয়েছে সে বিষয়ে তদন্ত চলছে উল্লেখ করে নির্বাচন কমিশন বলছে, আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে সেই আলোকে ব্যবস্থা নেওয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
July 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া