adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেয়ের সাফল্যে বাবা খুশিতে আটখানা

বিনােদন ডেস্ক : কিছুদিন পরই মুক্তি পাবে শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের প্রথম চলচ্চিত্র ‘ধড়ক’। সেই ছবির একটি গান সম্প্রতি আলোর মুখ দেখেছে। আর তাতেই ফিদা পুরো বলিউড। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, বলিউডের সবার কাছে বেশ প্রশংসিত হয়েছে ‘জিংগাত’ শিরোনামের গানটি। এরই মধ্যে জাহ্নবী জানালেন, ছবির গানের সাফল্যে খুশিতে আটখানা তাঁর বাবা বনি কাপুরও।

বলিউড লাইফের খবরে বলা হয়েছে, ‘জিংগাত’ গানটি মুক্তির পর পরই বেশ আলোচিত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমেও গানটি বেশ ছড়িয়ে পড়েছে। এদিকে ‘ধড়ক’ ছবির মুক্তির দিন এগিয়ে আসায় ছবির প্রচারের জন্য বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন জাহ্নবী কাপুর। গতকাল বৃহস্পতিবার একটি স্থানীয় রেডিও স্টেশনে সহ-অভিনেতা ঈশান খাট্টারকে নিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি।
ওই অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সংবাদমাধ্যমকে জাহ্নবী বলেন, ‘আমাদের ছবিটি সামাজিক ইস্যুভিত্তিক। এই ছবিতে বেশ শক্তিশালী একটি বার্তা আছে। আমি মনে করি, সবার এই ছবিটি দেখা উচিত।’

এ সময় ‘জিংগাত’ শিরোনামের গান নিয়ে শ্রোতাদের ইতিবাচক প্রতিক্রিয়ার কথাও জানান শ্রীদেবী কন্যা। তিনি বলেন, ‘গানটির জন্য ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে আমি সত্যিই খুব খুশি। আমি বুঝতে পারছি, গানটির মারাঠি সংস্করণের প্রতি অনেকের ভালো লাগা আছে। তবে ‘ধড়ক’-এর গল্প ও চরিত্রের বিচারে সদ্য মুক্তি পাওয়া গানটিও খুব গুরুত্বপূর্ণ। এই গানের চিত্রায়ণের সময় আমরা অনেক মজা করেছি। আশা করি, বড় পর্দায় দেখলে দর্শকদের আরও ভালো লাগবে।’

জাহ্নবী জানান, নতুন গানের চিত্রায়ণ দেখে খুব খুশি হয়েছেন তাঁর বাবা ও বলিউডের প্রভাবশালী প্রযোজক বনি কাপুর। জাহ্নবী বলেন, ‘ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ায় বেশ খুশি হয়েছেন বাবা। তিনিই আমাকে জানিয়েছেন যে, বিভিন্ন ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।’

রোমান্টিক গল্পের ছবি ‘ধড়ক’ পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান। ধর্মা প্রোডাকশনস ও জি স্টুডিওজের ব্যানারে তৈরি হচ্ছে ছবিটি। ২০১৬ সালের মারাঠি ছবি সাইরাত-এর রিমেক হলো ধড়ক। আগামী ২০ জুলাই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া