adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কােচ নয়, আর্জেন্টিনার একাদশ সাজাবেন মেসিরা!

‌স্পাের্টস ডেস্ক : দলের হার, কোচের সঙ্গে দ্বন্দ্ব, খেলোয়াড়দের দিকে খারাপ খেলার অভিযোগের তীর! চারিদিকে শুধু বিতর্ক। এত অশান্তিভরা জন্মদিন কখনো এসেছে কিনা লিওনেল মেসিই কেবল বলতে পারবেন। ৩১ বসন্ত পার করে আসা আর্জেন্টাইন অধিনায়ক জন্মদিনের একদিন পরেই নামছেন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে, সামনে নাইজেরিয়া।

বাঁচা-মরার সেই ম্যাচে জ্বলে না উঠতে পারলে সমাধি ঘটবে আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্নের। এমন অবস্থায় ম্যাচের আগে আরেকটি খবর উসকে দিল বিতর্কর ডালা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর দাবানলের মতো খবর ছড়িয়ে পড়ে, কোচ হোর্হে সাম্পাওলির ট্যাকটিসে খুশি নন খেলোয়াড়রা! দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও টাপিয়ে যদিও বলছেন দলে কোনো কলহ নেই, সমস্যা নেই। পরক্ষণেই আবার জানা যাচ্ছে, নাইজেরিয়ার বিপক্ষে দল নির্বাচনে কেবল দর্শকের ভূমিকাতেই থাকছেন সাম্পাওলি! ম্যাচের জন্য নিজেদের মতো দল ঠিক করবেন মেসিরা!

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, আর্জেন্টিনার বিশ্বকাপ স্বপ্ন বাঁচাতে একাট্টা হয়ে শনিবার গোপন বৈঠক করেছেন মেসিসহ দলের খেলোয়াড়রা। তারপরই রটেছে দুহাতে উল্কি আঁকানো কোচের উপর বিশ্বাস হারানোর খবর। আইসল্যান্ড ও ক্রোয়েশিয়া ম্যাচে সাম্পাওলির ওলট-পালট রণকৌশল নাইজেরিয়া ম্যাচে এড়াতেই নিজেরা কৌশল ঠিক করার সিদ্ধান্ত নিয়েছেন মেসি-আগুয়েরোরা।

ইংলিশ সংবাদমাধ্যম দ্য সান একটু বাড়িয়ে লিখেছে, সিনিয়র খেলোয়াড় হিসেবে দলকে জাগিয়ে তোলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন হাভিয়ের মাশ্চেরানো। যাকে সমর্থন যোগাচ্ছেন মেসি। দুজনে মিলে দলকে উজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সাম্পাওলিকে জানিয়ে দেয়া হয়েছে চাইলে নাইজেরিয়ার বিপক্ষে ডাগআউটে থাকতে পারেন, না থাকলেও ক্ষতি নেই! তাকে আর দলের দরকার নেই!

তবে আরেক ‘হোর্হে’ বুরচাগার বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। সাম্পাওলির জায়গায় নাইজেরিয়ার বিপক্ষে ডাগআউটে দলের স্পোর্টিং ডিরেক্টর পদে থাকা এ বিশ্বকাপজয়ী তারকার দাঁড়ানোর কথা উড়িয়েই দিয়েছেন আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন সভাপতি টাপিয়ে।

ক্রোয়েশিয়ার বিপক্ষে মূল একাদশে ক্রিস্টিয়ান পাভনকে খেলাননি সাম্পাওলি। মাশ্চেরানোর পছন্দের দলে ইঙ্গিত মিলেছে তাকে শুরু থেকেই খেলানোর। ক্রোয়েশিয়া ম্যাচে বেহুলার বাসর হয়ে ওঠা লেফট-ব্যাক নিয়েও দুশ্চিন্তায় দল। তবে যত সমস্যাই থাকুক, নাইজেরিয়ার বিপক্ষে নিজেদের সর্বস্ব দিয়ে খেলার প্রত্যয় জানিয়েছেন খেলোয়াড়রা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া