adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুয়োরাণী দুয়োরাণী ধারাবাহিকে আমার চরিত্রটি ভিন্ন মাত্রার : হাসিব খান

ইমরুল শাহেদ : গ্ল্যামার জগতে মেয়েরা প্রযোজক-পরিচালকদের যে আনুকুল্য পায়, ছেলেরা সেটা পায় না। তাদেরকে অনেকটা অবহেলার মধ্য দিয়ে নিজেদের মেধা, বুদ্ধি, বিশ্বস্ততা এবং আত্মানুশীলনের মধ্য দিয়ে ক্যারিয়ারকে বিকশিত করতে হয়। সেজন্য তাদের ক্যারিয়ারের স্থায়ীত্বও বাড়ে। নায়িকা-নায়িকাদের নিয়ে এখানে যা উল্লেখ করা হলো তা অবশ্য সব প্রযোজক পরিচালকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এক সময় এহতেশাম, মুস্তাফিজ, সুভাষ দত্তসহ বেশ কয়েকজন নির্মাতাই নতুন মুখ নিয়ে কাজ করতেন। এখন তারা আর বেঁচে নেই। তবে কোনো কোনো নির্মাতাতো নতুন নিয়ে আসেনই। নাহলে অনেক আগেই পারফর্মিং আর্টে বন্ধ্যাত্ব তৈরি হয়ে যেত। পরিচালক দেওয়ান নাজমুল সম্প্রতি হাজার পর্বের টিভি

ধারাবাহিক সুয়োরাণী দুয়োরাণী শুরু করেছেন। সে ধারাবাহিকে একজন নতুন নায়ক নিয়েছেন। তার নাম হাসিব খান।
দেওয়ান নাজমুলের কাছে যখন এই নায়ক সম্পর্কে জানতে চাওয়া হলো তখন তিনি বলেন, ‘আমিতো এই প্রথম কোনো নতুন নায়ক নেইনি। আমার ছবি সীমারেখা-তে আমি ফাহিম ও ফারিহাকে নিয়েছি। নতুন এই জুটিকে দিয়ে আমি নাকফুল ছবিটিও নির্মাণ করেছি।’ তিনি বলেন, ‘আমি অভিনয় জানি, অভিনয় শিখাতে পারি এবং আমি নতুন অভিনেতা ও অভিনেত্রী সৃষ্টি করতে পারি। আমার এই আত্মবিশ্বাস আমাকে সাফল্য এনে দিয়েছে। এ ব্যাপারে নতুন করে বলার কিছু নেই।’

তারকা গড়ার কারিগর দেওয়ান নাজমুলের নায়ক হাসিব খান বলেন, ‘এই জগতে আমার কোনো অভিভাবক নেই। আমি ২০১৪ সালে অভিনয় শুরু করলেও অভিনয় শিখছি নাজমুল ভাইয়ের কাছে। তবে আমি এ পর্যন্ত যতটুকু এসেছি তা নিজের চেষ্টাতেই এসেছি।’

এই অভিনেতার সঙ্গে কথা হলো সুয়োরাণী দুয়োরাণী ধারাবাহিকের প্রযোজনা প্রতিষ্ঠানে বসে। তিনি জানান, সুয়োরাণী দুয়োরাণী ধারাবাহিকে তিনি বাদশা আকরামের সৎ ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন। তিনি আকরামকে হত্যা করে নিজেই বাদশা হতে চান। হাসিব খান বলেন, ‘আমি এ পর্যন্ত দুটি ছবিতে অভিনয় করেছি। দুটি ছবিই ছিল গতানুগতিক ধারার। কিন্তু সুয়োরাণী দুয়োরাণী ধারাবাহিকের চরিত্রটি একেবারেই ব্যতিক্রমী এবং ভিন্ন মাত্রার। এই ধারাবাহিকটিতে প্রত্যেক শিল্পীরই অভিনয়ের সুযোগ রয়েছে।’

হাসিব খান অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে চাঁদের মেয়ে এবং অনেক সাধনার পরে। এছাড়া তিনি আমি, তুমি ও সে নামের একটি এবং তুমি শুধু তুমি নামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন।

হাসিব খানের পুরো নাম হাসিবুর রহমান শান্ত। গ্ল্যামার জগতের জন্য তার এই পোশাকী নামটি দিয়েছেন দেওয়ান নাজমুল। বরিশালের ছেলে হাসিব খান লেখাপড়া করেছেন তেজগা কলেজে।
হাসিব খান বলেন, ‘আমি প্রেম করিনি। কিন্তু কাজকে ভালোবাসি। আমি যে মাধ্যমে কাজ করছি তার মাধ্যমেই দর্শক হৃদয়ে আসন করে নিতে চাই। আমি বিশ্বাস করি, দর্শকের পৃষ্ঠপোষকতা ছাড়া কোনো অভিনয় শিল্পীর ক্যারিয়ার স্থায়ী হতে পারে না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
June 2018
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া