adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপি নেতা গিয়াস কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেস্ক রিপোর্টঃ  বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে তার বিরুদ্ধে করা মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এই পরোয়ানা জারি করে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৩১ মে) ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন।
ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুইটি মামলার একটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার এবং অন্যটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খানের আদালতে দায়ের করা হয়। শহীদুল্লাহ কায়সারের আদালতে মামলাটি দায়ের করেন নাজিম উদ্দিন মুহুরি। আল ইমরান খানের আদালতে মামলা দায়ের করেন নুরুল আজিম রনি।’

ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘রনির দায়ের করা মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আদালত পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। অপর মামলায় আদালত গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।’

এ নিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় গিয়াস উদ্দিন চৌধুরীর নামে তিনটি মামলা দায়ের হয়েছে। এর আগে বুধবার ফটিকছড়ি থানায় একই অভিযোগে তার বিরুদ্ধে প্রথমে একটি মামলা দায়ের করা হয়। ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন মামলাটি করেন। ফটিকছড়ি থানার ওসি জাকির হোসেন জানান, এই মামলার আসামি স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলাম মেম্বার (৬০) ও মনছুর আলম চৌধুরীকে (৪৭) বৃহস্পতিবার গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৯ মে) বিকালে ফটিকছড়ি উপজেলা সদরের জে ইউ পার্ক নামক কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে স্থানীয় বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ওই সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রীর পরিণতি বঙ্গবন্ধুর চেয়েও খারাপ হবে বলে মন্তব্য করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া