adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির হাত থেকে পদক নিলেন ৭ গুণীজন

ডেস্ক রিপাের্ট : মোট সাত গুণীজনকে দেয়া হচ্ছে ‘শিল্পকলা পদক ২০১৭’, এমন ঘোষণা ছিলো আগেই। আর এবার সেই ৭ গুণীর হাতে পদক তুলে দিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পকলা পদক ২০১৭’ প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর লোক সংস্কৃতি বিভাগে কাঙ্গালীনি সুফিয়া, কণ্ঠসংগীতে মিহির লালা, যন্ত্রসংগীতে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, নাট্যকলায় এস এম মহসীন, চারুকলায় চন্দ্র শেখর দে, ফটোগ্রাফিতে নাসির আলী মামুন এবং নৃত্যকলায় শর্মিলা বন্দোপাধ্যায়কে দেয়া হয় পদক।

মো. নাসির উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। পদকপ্রাপ্তরা প্রত্যেকের হাতে একটি স্বর্ণপদক, ১ লাখ টাকা ও সনদ তুলে দেন রাষ্ট্রপতি।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন: সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। নতুন প্রজন্মকে এ কথা জানাতে হবে যে, আমাদের জন্মভূমিতে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, শৃঙ্ক্ষলা ও জাতীয়তার চেতনা বিকাশে সহায়তা করবে।

আলোচনা ও পদক প্রদান শেষে অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অ্যাক্রোবেটিক শো।

১৬ সদস্যের কমিটি প্রতি বছর পদকের জন্য ১০টি বিভিাগে ৭ জন গুণীজন নির্বাচন করেন। আগামী বছর থেকে সংগঠক, সংগঠন ও লোক সাহিত্য গবেষক এই তিনটি বিভাগে যুক্ত হবে বলে জানিয়েছেন লিয়াকত আলী লাকী। মোট ১৩টি বিভাগে ১০ জন গুণীব্যক্তিকে এই পদক দেয়া হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ২০১৩ সাল থেকে ‘শিল্পকলা পদক’ প্রদান করা হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া