adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী –  ভারতের সঙ্গে সব সমস্যার সমাধান হবে 

ডেস্ক রিপাের্ট : ভারতের সঙ্গে বাংলাদেশের অমীমাংসিত সব সমস্যা বন্ধুত্বপূর্ণ পরিবেশে সমাধান হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এরই মধ্যে বেশ কিছু সমস্যার সমাধান হয়েছে। বাকিগুলোও হয়ে যাবে।

শুক্রবার পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন বাংলাদেশের সরকার প্রধান। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনা যৌথভাবে ভবনটি উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও এ সময় উপস্থিত ছিলেন। দুই দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি ছিলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাও।

২০১০ সালে এই ভবনটি নির্মাণের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়। আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জমি এবং বাংলাদেশের অর্থায়নে ভবনটি নির্মিত হয়।

এই ভবনটি ভবিষ্যতে দুই বাংলার তীর্থস্থান হয়ে যাবে বলে আশার কথা বলেন মমতা।

প্রধানমন্ত্রীও বলেন, ‘এই ভবনটিতে শুধু বাংলাদেশ নয়, আমাদের ভাষা, সাহিত্যের চর্চা হবে। এটা সিম্বল হবে এখানে দুই বাংলার মানুষ এক হয়ে সংস্কৃতি, কৃষ্টি, ঐহিত্যের চর্চা করতে পারব। গবেষণা করতে পারব, জানতে পারব ইতিহাস।’

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যুদ্ধে ভারতের সহযোগিতা, উন্নয়নের পথে দুই দেশের একসঙ্গে যাত্রা এবং তার আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন।

বর্তমান সরকারের নয় বছরে ভারতের সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ হয়েছে আন্তর্জাতিক আদালতের রায়ে। কার্যকর হয়েছে মুজিব-ইন্দিরা স্থল সীমান্ত চুক্তি, বিনিময় হয়েছে ছিটমহল, যাতে ১০ হাজার একর জমি বেশি পেয়েছে বাংলাদেশ।

দুই দেশের সম্পর্কে কাঁটা হয়ে থাকা সীমান্ত হত্যাও কমে এসেছে দুই পক্ষের পারস্পরিক আলোচনা এবং উদ্যোগে। তবে তিস্তার পানিবণ্টন চুক্তি না হওয়ায় হতাশা আছে বাংলাদেশে।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবেশী দেশ থাকলে সমস্যা থাকতে পারে। কিন্তু আমরা কিন্তু সমস্যাগুলো এক এক করে সমাধান করে ফেলেছি। হয়ত কিছু যা বাকি, আমি সে কথা বলে এই চমৎকার অনুষ্ঠান নষ্ট করতে চাই না। কিন্তু আমি আশা করি যেকোনো সমস্যা আমরা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মাধ্যমে সমাধান করতে পারব।’

‘আমরা চাই এই অঞ্চলটা একটা শান্তিপূর্ণ দেশ হোক।… সকলে মিলে এই অঞ্চলটাকে সুন্দর করে গড়ে তুলি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, আমরা সেটাই চাই।’

দুই দেশের মতা দুই বাংলার সম্পর্কও এগিয়ে নিতে চান শেখ হাসিনা। বলেন, ‘আমাদের দুই বাংলার মধ্যে দুই বাংলার মধ্যে যে সম্পর্ক, তা আরও সুন্দর হোক, এটা আমরা চাই।’

শেখ হাসিনার মতে, বাংলাদেশ ও ভারতের শত্রু একটাই এবং সেটা হলো দারিদ্র্য। আর এই শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হোক, ভারত হোক বা যেকোনো দেশ হোক, আমরা এই অঞ্চলটাকে সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত করতে চাই, ক্ষুধামুক্ত করতে চাই।’

‘সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। সেখানে আমাদের উন্নয়নে ভারত যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছে।’

‘আমরা চাই আমাদের দেশটাকে উন্নত করতে, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করতে। সে জন্য মনে করি, প্রতিবেশীদের সঙ্গে একটা সদ্ভাব থাকা সব সময় জরুরি।’

মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতা, মুজিব ইন্দিরা চুক্তি বাস্তবায়ন করে শান্তিপূর্ণ উপায়ে ছিটমহল বিনিময়ের কথাও তুলে ধরে ভারতকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

‘আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি, বিশ্বের অনেক দেশে দেখবেন ছিটমহল বিনিময় নিয়ে যুদ্ধ লেগে আছে। কিন্তু আমরা ভারত ও বাংলাদেশ দুই দেশ একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভ্রাতৃত্ববোধ নিয়ে আনন্দঘন পরিবেশে ছিটমহল বিনিময় করেছি।’

‘বিশ্বে এটাই মনে হয় দৃষ্টান্ত, দুই প্রতিবেশী দেশ ছিটমহল করতে পারে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে।’

দুই দিনের সফরের প্রথম দিন বেলা ১১টার পর প্রধানমন্ত্রী যান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, বিশ্বভারতীর উপাচার্য সবুজকলি সেন।

মোদি সেখানে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই অনুষ্ঠান পূর্ণতা পেয়েছে।

এই অনুষ্ঠান শেষে বাংলাদেশ সময় বেলা একাটর দিকে দুই নেতা একসঙ্গে যান বাংলাদেশ ভবন উদ্বোধন করতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত এই ভবনটি উদ্বোধন করার সুযোগ পেয়েছি।’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুকের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে এই ভবনটি হয়েছে আরও উৎফুল্ল শেখ হাসিনা। বলেন, ‘শান্তিনিকেতন কেবল ভারতের নয়, …তার অধিকাংশ কবিতা বাংলাদেশের মাটিতে বসে লেখা। আমাদের অধিকারটা একটু বেশি আছে বলে আমি মনে করি।’

মুক্তিযুদ্ধে অবদানের জন্য ধন্যবাদ –

মুক্তিযুদ্ধে ভারতের অবদানের জন্যও তাদের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা। বলেন, ‘আমাদের এক কোটি শরণার্থীকে তারা আশ্রয় দিয়েছে। আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেইনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, সাহায্য করেছে এবং বাংলাদেশের জনগণ ভারত একাকার হয়ে মিশে গেছে স্বাধীনতা অর্জনে।’

‘তাদের কথা আমি সব সময় স্মরণ করি। শ্রদ্ধা জানাই।’ ‘আমরা চাই, যারা আমাদের মহান মুক্তিযুদ্ধে সাহায্য করেছেন, পাশে দাঁড়িয়েছেন, খাবার ভাগ করে খেয়েছেন, সবার কল্যাণ হোক।’

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ভারতে ছয় বছর আশ্রয় নেয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

‘আমরা দুই বোন তখন জার্মানিতে ছিলাম। সেই সময় মিসেস গান্ধি আমাদের খবর নেন, তাদের অ্যাম্বাসেডর পাঠান আমাদের অ্যাম্বাসেডরের কাছে। আমাদেরকে ভারতে আসার সুযোগ করে দেন, আমাদের আশ্রয় দেন।’

‘দুঃসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। তখন যদি এমন স্নেহের ছায়া যদি না পেতাম, জানি না আমাদের জীবন কোন দিকে মোড় নিত।’

‘বাবার অসমাপ্ত কাজ শেষ করাই আমার কাজ’-

১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, ‘চেষ্টা করেছি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং অর্থনৈতিক উন্নতি করতে।’

‘আজকে বাংলাদেশে দারিদ্র্যের হার কমিয়েছি। ২২ ভাগে নামিয়ে এনেছি, আশা করছি আরও এগিয়ে যেত পারব।’ ‘বাংলাদেশ ছিল স্বল্পোন্নত দেশ। আমরা এখন উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি।’

‘আমার জীবনে কোনা চাওয়া পাওয়ার কিছু নেই। আমি মনে করি, আমার একটাই দায়িত্ব, আমার বাবা যে কাজ শুরু করেছিলেন, সেটা সম্পন্ন করা। অর্থাৎ, বাংলাদেশকে একটা মর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের দরবাবে তুলে ধরা।’

‘আর বাংলাদেশের দরিদ্র, বুভুক্ষ মানুষের জন্য, শোষিত, বঞ্চিত মানুষের জন্য আমার বাবা সারা জীবন সংগ্রাম করেছেন। তার সেই আকাঙ্ক্ষাটা যেন পূর্ণ করতে পারি, সেটাই আমি আশা করি।’

শেখ হাসিনা বলেন, ‘আমি শুধু প্রধানমন্ত্রী হিসেবেই, জাতির জনকের কন্যা হিসেবেও মনে করি, দেশের মানুষের সার্বিক কল্যাণ করা আমার দায়িত্ব।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া