adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কর্নাটকে দুই দিনেই বিজেপি সরকারের পতন

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় সপ্তাহব্যাপী নাটক শেষে ফের চমক। তড়িঘড়ি শপথ নিয়েও হল না শেষ রক্ষা। ভারতের সবচেয়ে কম সময়ের সরকারের নজির গড়ে কর্র্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা।

শনিবার দিনভর নাটকের পর পরাজয় নিশ্চিত জেনে আস্থা ভোটে না গিয়েই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন তিনি।

আস্থা ভোটে বিজেপি জিততে পারবে না এটি পরিষ্কার হওয়ার পরই দিল্লি থেকে পাওয়া নির্দেশ অনুযায়ী শনিবার ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রীর পদ থেকে পদ্যতাগ করেন। খবর রয়টার্স, আনন্দবাজার।

ওই দিনই রাজ্যপাল বাজুভাই বালার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।

এর মধ্যদিয়ে সরকার গঠনের দু’দিনের মাথায় বিজেপি সরকারের পতন হল। ইয়েদুরাপ্পার পদত্যাগে শেষ হাসিটা হাসছে কংগ্রেস জেডিএস জোট।

বুধবার কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কংগ্রেস- জনতা দল (সেক্যুলার) জোটের নেতা এইচডি কুম্বারস্বামী। এ দিন রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে বলে জানিয়েছে এনডিটিভি।

২২৩ আসনের কর্নাটক বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৩। রাজনৈতিক মহলের হিসেবে কংগ্রেস, জেডিএস, নির্দল ও বিএসপি বিধায়ক মিলে প্রায় ১১৭টি আসন রয়েছে জোট সরকারের কাছে। সেক্ষেত্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে কোনো কষ্টই করতে হবে না কংগ্রেস-জেডিএসকে।

কর্নাটক সরকারের ভবিষ্যৎ এবার কংগ্রেস জোটের সরকার। তবে কবে নাগাদ এ সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয় এখন সেটাই দেখার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া