adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া বিশ্বকাপে ব্রিটিশ খেলোয়াড়দের বর্ণবাদ হুমকি

স্পাের্টস ডেস্ক : ফুটবলের জনক বলা হয় ইংল্যান্ডকে। কিন্তু দেশটি এখনো পর্যন্ত বিশ্বকাপ জিতেছে মাত্র একবার। ১৯৬৬ সালে জুলে রিমে ট্রফি জিতেছিল দেশটি। এরপর অর্ধ শতাব্দীরও বেশি সময় কাটলো। কিন্তু শিরোপা অধরা তাদের। রাশিয়ায় কি সেই খরা কাটবে?

ইংল্যান্ড দল নিয়ে হিসেব কষতে গিয়ে এই প্রশ্নের উত্তরের আগে আরেকটি প্রশ্নের জবাব মেলাতে হচ্ছে। ফিফা এমনিতে বর্ণবাদ নিয়ে কঠোর অবস্থানে। বিশ্বকাপ আয়োজক রাশিয়ার দর্শকদের আবার বর্ণবাদী আচরণের ইতিহাস আছে। তাই সেই আচরণের শিকার হয়ে মাঠে কোনো ইংলিশ খেলোয়াড় বাজে প্রতিক্রিয়া দেখিয়ে ফেললে? ওটাই সমস্যা হিসেবে দেখছে ইংলিশ ফুটবল ফেডারেশন। ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটও এই বিষয়টি নিয়ে সচেতন করছেন খেলোয়াড়দের। কারণ, তেমন কোনো আচরণ বিশ্বকাপ শেষ করে দিতে পারে যে কোনো ইংল্যান্ড খেলোয়াড়ের।

ইংলিশ ফুটবলের কর্তারা এই হুমকিকে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন। ইংলিশ ম্যানেজার সাউথগেট বলছেন, ‘কিভাবে প্রত্যেকে একে অপরকে সহযোগিতা করতে পারি তা নিয়ে আমরা আমাদের সকল খেলোয়াড়ের সঙ্গে কাজ করবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অভ্যন্তরিণভাবে আমরা আমাদের খেলোয়াড়দের সহযোগিতা করতে সক্ষম। দলের সকলে সবার সম্পর্কে জানে এবং কর্মীরা এ নিয়ে কাজ করবে।’

সাউথগেট বিষয়টি নিয়ে তার কোচিং সেশনেও কাজ করবেন বলে জানিয়েছেন, ‘কয়েকটি সেশন আমরা এ নিয়ে কাজ করবো। এবং একটি অফিসিয়াল প্রোটোকল মেনে চলার নির্দেশনা থাকবে।’

তবে ফেডারেশন যে এ ব্যপারে কঠোর সে বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘ফেডারেশন থেকে আমরা এই জায়গায় সঠিক এবং শক্তিশালী সমাধান দিতে চাই। আমরা সব কিছু করতে চাই। কিন্তু সবচেয়ে বড় দিক হচ্ছে খেলোয়াড়রা যেন এটা বোঝে যে তাদের উপর পূর্ণ সমর্থন আছে আমাদের।’ এর সাথে আরো বলেছেন, ‘আমরা বিশ্বাস করি এমন পরিস্থিতি তৈরি হবে না। এবং এটি ফুটবলের একটি উৎসব হবে। মাঠে কি ঘটতে যাচ্ছে সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। বাইরে কি হবে সে বিষয়ে আমরা কথা বলতে চাই না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া