adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় নির্বাচন : হাইকোর্টে বিএনপির রিট

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রচারের সময় বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তারের অভিযোগ এনে এটা আইনসম্মত নয় দাবি করে হাইকোর্ট রিট করেছে বিএনপি।

রবিবার বিকালে রাজধানীর গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি আশা করছেন মঙ্গলবার ভোটের আগের দিন সোমবার এই আবেদনের ওপর শুনানি হবে।

মওদুদ বলেন, ‘আজকে দুপুর ২ টায় আমরা আদালতে বিশেষ অনুমতি চেয়েছি। আমরা একটি রিট আবেদন করেছি। আদালত আমাদের অনুমতি দিয়েছেন। আগামীকাল সকালে এই রিটের শুনানি হবে।’

গত ২৪ এপ্রিল আনুষ্ঠানিক প্রচার শুরুর পর থেকেই খুলনায় বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু প্রচারে বাধার অভিযোগ আনেন। রবিবার সকালে সংবাদ সম্মেলনে তিনি দেড়শ নেতা-কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ আনেন। অবশ্য দুই দিন আগের সংবাদ সম্মেলনে মঞ্জু গ্রেপ্তারের যে সংখ্যার কথা জানিয়েছিলেন, তাতে মহানগরের চেয়ে জেলার নেতা-কর্মীদের সংখ্যা বেশি বলে জানান।

খুলনায় পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তারা কাউকে গ্রেপ্তার করেনি। যাদেরকে ধরা হয়েছে তারা সবাই বিভিন্ন মামলার আসামি।

২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি-জামায়াত জোটের আন্দোলন চলাকালে বিএনপির বহু নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছি। মূলত এসব মামলায় যাদের নাম আছে, তাদেরকেই ধরা হচ্ছে।

মঞ্জুর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক অবশ্য বিএনপির এই দাবিতে অপপ্রচার বলেছেন। তিনি বলেন, মঞ্জু মহাসমারোহে প্রচার চালাচ্ছেন।

মওদুদ আহমদ বলেন, ‘খুলনায় নির্বাচনী প্রচারণার সময় বিএনপির নেতাকর্মীদের যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে, তা আইনসম্মত নয়। এটা সংবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী।’

‘রায়কে অমান্য করে এটা করা হচ্ছে। রায়ে যেটা বলা আছে, সেটা তারা মানছেন না। সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এই রিট করেছি।”

মওদুদ বলেন, ‘খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন চলছে এবং অব্যাহতভাবে গণ-গ্রেপ্তার করা হচ্ছে। বিশেষ করে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে রাতে নেতাদের বাড়িতে গিয়ে হুঁমকি দিচ্ছে, আমাদের এজেন্ডদের ভয় দেখাচ্ছে এবং বাড়িতে তাদের থাকতে দিচ্ছে না।’

‘এই গ্রেপ্তার আমাদের দেশে আইনের পরিপন্থী এবং আমাদের সুপ্রিম কোর্টে একটি রায় আছে। সেই রায়ে বলা আছে যে, এ ধরনের গ্রেপ্তারে কোনটা সঠিক হবে আর কোনটা সঠিক হবে না, সেই বিষয়ে একটি গাইডলাইন দেয়া আছে। তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা একটি রিট ফাইল করেছিলাম।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া