adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রিতি জিনতা ও বীরেন্দর শেবাগের ঝগড়ার খবরে মিডিয়া গরম!

স্পাের্টস ডেস্ক : বীরেন্দর শেবাগের সাথে প্রিতি জিনতার নাকি ঝগড়া! এক কান দুকান করে রাষ্ট্র হয়ে গেল কথাটা। যখনই মিডিয়ায় চাউর হয়ে গেল তা তখন তো রেগে কাই কিংস ইলেভেন পাঞ্জাবের অন্যতম মালিক বলিউড সুপারস্টার প্রিতি জিনতা। মুম্বাই মিরর জানিয়েছে, টিম মেন্টর শেবাগকে নাকি রাজস্থান রয়্যালসের কাছে দলের হারের জন্য দুষেছেন নায়িকা। কিন্তু তাকে এভাবে ভিলেন বানানোর জন্য মুম্বাই মিররকে একহাত নিয়েছেন প্রিতি। সাথে জানিয়েছেন, সংবাদ মিথ্যে।

শেবাগের সাথে তার বিবাদের খবর বেরুলে টুইটারে প্রিতি রাগ ঝাড়লেন এভাবে, ‘মুম্বাই মিরর আরো একবার ভুল করলো। কারণ, আমরা মিডিয়া নেটের মতো নই যে তাদের আর্টিকেল লেখার জন্য টাকা দেব। কেবল তখনই তারা ঠিক লেখে। ভিরু আর আমার মধ্যে আলাপকে অতিরঞ্জিত করে ফেলা হয়েছে। হঠাৎই আমি খলনায়িকা হয়ে গেলাম! ওয়াও!’

শুধু তাই নয়। কিংস ইলেভেন পাঞ্জাবের পক্ষ থেকে এই খবরের ওপর ভর করে এক আনুষ্ঠানিক বিবৃতিও দেওয়া হয়েছে। যেখানে কোনো এক পক্ষের স্বার্থসিদ্ধির জন্য কল্পনার রঙ দিয়ে খবর বানানোর অভিযোগ আনা হয়েছে।

‘কিংস ইলেভেনের শেষ খেলার পর যে সংবাদটা গত কদিন ধরে ঘুরে বেড়াচ্ছে সেই আর্টিকেলের জবাব এটা। খুবই অনুমাননির্ভর একটা সংবাদ। এটা আমরা ব্যাখ্যার সাথে বলতে চাই, যে ঘটনার কথা বলা হচ্ছে তা আসলে কোনো আগ্রহী পক্ষের জন্য বানানো কল্পনার রঙের খবর ছাড়া আর কিছু না-‘ কিংসের বিবৃতি এটা।

এর আগে মুম্বাই মিরর দাবি করে, ওই ম্যাচে অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনকে টপ অর্ডারে ব্যাট করতে পাঠান শেবাগ। তার সিদ্ধান্তে। কিন্তু তিন নম্বরে নেমে দুই বল খেলে অশ্বিন ডাক মেরে চলে আসেন। তাতে ক্ষেপে শেবাগকে একহাত নিয়ে ফেলেন প্রিতি। প্রিতি নাকি শেবাগকে দায় দিয়ে বলছিলেন, এটা ‘অপ্রয়োজনীয়’ সিদ্ধান্ত ছিল এবং হারের কারণও। শেবাগ বুঝাতে চেষ্টা করেও নাকি পারেননি। কিংবদন্তি ওপেনার শেবাগ তখন অন্য মালিকদের সাথে কথা বলেন। এবং তার কাছ থেকে প্রিতিকে দুরে রাখতে বলেন। সেই সাথে বলে দেন, প্রিতি যেন তার কাজে আর হস্তক্ষেপ না করেন। প্রিতির কাছ থেকে তার ক্রিকেটজ্ঞান নেওয়ার দরকার নেই।

এবারের আসরে কিংস ইলেভেন পাঞ্জাব খুবই ভালো পারফর্ম করছে। প্রথম ১০ ম্যাচের ৬টিতেই জিতেছে তারা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া