adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত দিনে ৪% দরপতন ডিএসইতে

ডেস্ক রিপাের্ট : সপ্তাহের শেষ দিনের দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) বৃহস্পতিবার পর্যন্ত সাত কার্যদিবসে প্রায় ৪ শতাংশ সূচক কমেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে প্রায় ৫ হাজার ৫৮৭ পয়েন্টে অবস্থান করছে।

গত ২৬ এপ্রিল ডিএসইর মূল সূচক ছিল ৫ হাজার ৮১৩ পয়েন্ট, বৃহস্পতিবার পর্যন্ত সাত কার্যদিবসে তা থেকে ২২৬ পয়েন্ট বা ৩ দশমিক ৯ শতাংশ কমেছে।

এবিষয়ে জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বলেন, “ব্যাংকের সুদের হার এখনো কমেনি, ডলারের দাম আগের চেয়ে বেড়ে আছে আর চীনের টাকা এখনো পাওয়া যায়নি- সব মিলিয়ে একটু মন্দাভাব যাচ্ছে, তবে সমস্যা ঠিক হয়ে যাবে দ্রুত ।”

শাকিল জানান, আগামী ১৪ মে কৌশলগত অংশীদার করার বিষয়ে চীনা কনসোর্টিয়ামের সাথে চুক্তি সই হবে।

“তবে এর আগেই আশা করি, পুঁজিবাজার ভাল হবে।

এদিকে বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৪৭ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ২১ কোটি ১২ লাখ টাকা বেশি।

ডিএসইতে হাতবদল হওয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৯৭টির ও অপরিবর্তিত রয়েছ ৪৮টির।

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩০৬ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ১১ দশমিক ৯৮ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ৭৩ পয়েন্টে অবস্থান করছে।
দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫ কোটি ১৪ লাখ টাকা বেড়ে ২৭ কোটি ৫১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২২৮ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯ টির, কমেছে ১২০ টির ও অপরিবর্তিত রয়েছে ২৯ টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ১০৬ পয়েন্ট কমে ১৭ হাজার ২৬১ পয়েন্টে অবস্থান করছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া