adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে হিট ছবিগুলো ছেড়ে দেন শহিদ কাপুর

বিনােদন ডেস্ক : সেই কবে ‘ইশক ভিস্ক’ ছবিটি দিয়ে তার বলিউড যাত্রার শুরু। আজও তিনি তার চকোলেট বয় ইমেজটা ধরে রেখেছেন। কিন্তু কেরিয়ারের মাঝপথে সিনেমার চয়নে যে ভুল হয়েছিল সে কথা নিজেও স্বীকার করেছিলেন শহিদ কাপুর। ‘জব উই মেট’ আর ‘কামিনে’ ছবি দুটির সাফল্যের পর বেশ কয়েকটি সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন শহিদ।

রকস্টার: ইমতিয়াজ আলি আর শহিদ কাপুরের জুটিই বলিউডকে উপহার দিয়েছে সুপারহিট ছবি ‘জব উই মেট’। আসলে ইমতিয়াজ, শহিদের কাছে ‘রকস্টার’ আর ‘জব উই মেট’ এই ছবি দুটির কথা বলেছিলেন। আর এই দুটি ছবির মধ্যে যে কোনো একটিকে বাছতে বলেছিলেন ইমতিয়াজ। শহিদ ‘জব উই মেট’ ছবিটি বেছে নিলে, ‘রকস্টার’ ছবিটি চলে যায়।

রং দে বসন্তী: ‘রং দে বসন্তী’ ছবিতে অভিনয়ের জন্য সর্বপ্রথম ডাক পেয়েছিলেন শহিদ। কিন্তু তিনি না করে দিয়েছিলেন। আর তারপর রীতিমতো হাত কামড়াতে হয়েছিল শহিদ কাপুরকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সে কথা স্বীকারও করে নিয়েছিলেন শহিদ। শোনা গিয়েছিল, ছবিতে সিদ্ধার্থের ভূমিকাতে দেখা যেত শহিদকে।

রাঞ্ঝনা: এই ছবির জন্যও পরিচালক আনন্দ এল রাইয়ের প্রথম পছন্দ ছিলেন শহিদ। কিন্তু সেই সময়ে রোমান্টিক জঁরের ছবিতে অভিনয় করতে চাইছিলেন না শহিদ কাপুর। কারণ শহিদ অভিনীত ‘তেরি মেরি কাহানি’ আর ‘মৌসম’ বক্স অফিসে এক্কেবারে মুখ থুবড়ে পড়েছিল। এর পর আর কোনও রোমান্টিক ছবির সঙ্গে যুক্ত হতে চাইছিলেন না শহিদ।

রাজনীতি: বড় নামের কাছে তিনি আড়াল হয়ে যাবেন বলে রাজনীতি ফিরিয়ে দিয়েছিলেন শহিদ কাপুর। আর তখনই ক্যাচটি লুফে নেন রণবীর কাপুর। প্রকাশ ঝাঁ পরিচালিত ‘রাজনীতি’ বক্স অফিসে ব্যাপক সফল হয়েছিল।

শুদ্ধ দেশি রোমান্স: এই ছবিতে শহিদেরই অভিনয় করার কথা ছিল। কিন্তু ছবিটির শুটিং শুরু হতে অনেকটাই দেরি হয়ে যায়। এদিকে, অন্য আরেকটি ছবির জন্য কথা দিয়ে রেখেছিলেন শহিদ। শেষ পর্যন্ত সুশান্ত সিংহ রাজপুত অভিনয় করেন এই ছবিতে।

ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা: এই ছবিতে ইমরান খানের করা চরিত্রে অভিনয় করার কথা ছিল শহিদ কাপুরের। কিন্তু এই ছবিটিও না করে দিয়েছিলেন শহিদ। তবে বক্স অফিসে বিরাট সফল হয়েছিল এই ছবিটি।

দ্য রিলাকট্যান্ট ফানডামেন্টালিস্ট: এই ছবিটির জন্য পরিচালক মীরা নায়ারের একমাত্র পছন্দ ছিলেন শহিদ কাপুর। কিন্তু সে সময়ে মৌসম ছবিটির প্রস্তুতির জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন শহিদ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া