adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক আরচ্যারীর প্রথম দিনে রুমান সানা ও রোকসানা প্রথম

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশন (আইএসএসএফ) আন্তর্জাতিক আরচ্যারী প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ পুরুষ ও মহিলা বিভাগের পৃথক দুই ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছে।

চ্যাম্পিয়নশিপে কোয়ালিফিকেশন রাউন্ডে রিকার্ভ পুরুষ এককে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৬৬ স্কোর করে বাংলাদেশের ‘মো. রুমান সানা’ র‌্যাংকিংয়ে প্রথম, সৌদি আরবের ‘বিনালী আবদালেলাহ’ ৬৫২ স্কোর করে দ্বিতীয়, বাংলাদেশের মোহাম্মদ তামিমুল ইসলাম ৬৪৭ স্কোর করে তৃতীয়, তুরস্কের ‘বেরেকেত বুরাক’ ৬৪৫ স্কোর করে চতুর্থ এবং এস্তোনিয়ার ‘উনা মার্ট’ ৬৩৩ স্কোর করে পঞ্চম স্থান অর্জন করেন।

চ্যাম্পিয়নশিপে কোয়ালিফিকেশন রাউন্ডে কম্পাউন্ড মহিলা এককে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে ৬৭৬ স্কোর করে বাংলাদেশের রোকসানা আক্তার র‌্যাংকিংয়ে প্রথম, এস্তোনিয়ার ‘হোইম এমিলী’ ৬৭২ স্কোর করে দ্বিতীয়, ইরাকে ‘আলমাসহাদানী ফাতিমাহ’ ৬৬৬ স্কোর করে তৃতীয়, বাংলাদেশের ‘বন্যা আক্তার’ ৬৫৯ স্কোর করে চতুর্থ এবং বাংলাদেশের রিতু আক্তার ৬৫২ স্কোর করে ৫ম স্থান অর্জন করেন।

এর আগে রােববার বিকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের মহাসচিব মোহাম্মদ এসএম আলগানাস ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া