adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসেম্বরে সৌদি আরবে শুরু হচ্ছে টি-টেন ক্রিকেট

স্পাের্টস ডেস্ক : টি-টেন ক্রিকেটের ঢেউ লেগেছে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র সৌদি আরবেও। দেশটি আগামী ডিসেম্বরে আয়োজন করতে যাচ্ছে এই টুর্নামেন্টের। সৌদি ক্রিকেটের প্রধান নির্বাহী নাদিম নাদি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ৬ দিনের এই টুর্নামেন্টটি ডিসেম্বরে জেদ্দার শিক্ষা মন্ত্রণালয়ের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

গেল বছর ডিসেম্বরে টি-টেন ক্রিকেট বিশ্বময় ছড়িয়ে দেয়ার লক্ষ্যে শারজাহয় একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়। সে সময় টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা শাজি উল মালিক বলেছিলেন, টি-টেন ক্রিকেট ছড়িয়ে দিতে তারা সৌদি আরবে এধরনের টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেবেন। তারই অংশ হিসেবে সৌদি কর্তৃপক্ষ এ টুর্নামেন্টের আয়োজন করছে।

নাদিম বলেছেন, ‘এটা হবে অনেক টাকার টুর্নামেন্ট। বিশাল অংকের প্রাইজ মানি দিয়ে আমরা এটাকে হাই প্রোফাইল ও খেলোয়াড়দের জন্য আকর্ষণীয় করে তুলবো। আমরা চ্যাম্পিয়নদের জন্য ৩ লাখ ডলার ও রানার্সআপ দলের জন্য দেড় লাখ ডলার প্রাইজ মানি রাখার চেষ্টা করছি।’

টুর্নামেন্টে দর্শক টানতে শহীদ আফ্রিদি ও ইনজামামুল হকের মতো ক্রিকেটারকে রাখার চেষ্টা করছে সৌদি ক্রিকেট। নাদিম জানিয়েছেন, ‘আমরা ইনজামাম ও আফ্রিদির সাথে কথা বলছি। ভারতীয় খেলোয়াড়দের পাওয়া কঠিন। কারণ তারা শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে। আমরা মূলত উপমহাদেশ থেকে খেলোয়াড় নেয়ার চেষ্টা করছি। কিন্তু আশা করছি যুক্তরাজ্য, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়ও আমরা আনতে পারবো।’

টুর্নামেন্টটিতে ৬ থেকে ৮টি ফ্র্যাঞ্চাইজি রাখার চেষ্টা করছে আয়োজকরা। এরমধ্যে একটি ফ্র্যাঞ্চাইজি থাকবে সৌদি আরবের। টুর্নামেন্টের দল ও ধরন নিয়ে নাদিম বলেছেন, ‘টুর্নামেন্টে আমরা ৮ অথবা কমপক্ষে ৬টি ফ্র্যাঞ্চাইজি চাইছি। এর মধ্যে পাকিস্তান ও ভারত থেকে দুইটি করে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আমিরাত ও সৌদি আরব থেকে একটি করে ফ্র্যাঞ্চাইজি থাকবে। পাঁচ থেকে ছয় দিনের এই টুর্নামেন্টে প্রতিদিন ৩টি করে ম্যাচ রাখার কথা ভাবছি আমরা। আশা করছি, আমরা এটাতে বড় ধরনের সাফল্য পাবো।’

সূত্র : আরব নিউজ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
May 2018
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া