adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকদের নিরাপত্তায় অনুকরণীয় বাংলাদেশ :অ্যালায়েন্স

নিজস্ব প্রতিবেদক : রানা প্লাজা ধসের পর বাংলাদেশে শ্রমিক নিরাপত্তা উন্নয়নে অগ্রগতি অন্য দেশের জন্য অনুকরণীয় বলে মন্তব্য করেছে আমেরিকার ক্রেতাদের জোট ‘অ্যালায়েন্স’।

মঙ্গলবার রানা প্লাজা ধসের পঞ্চম বার্ষিকীতে গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অ্যালায়েন্স এ কথা জানায়।

পাঁচ বছর আগে (২৪ এপ্রিল) রানা প্লাজা ধসের ঘটনায় প্রাণ হারায় এক হাজার ১৩৪ জন পুরুষ ও নারী শ্রমিক। আহত হয় আরও হাজার খানেক। এ মর্মান্তিক ট্রাজেডি আলোড়ন তোলে দেশ বিদেশে।

রানা প্লাজা ধসের ঘটনায় নিহতদের স্মরণ করে বিবৃতিতে অ্যালায়েন্স বলছে, বাংলাদেশে বিগত পাঁচ বছরে শ্রমিক নিরাপত্তা উন্নয়নের অগ্রগতি অভূতপূর্ব। এটি অন্য দেশের জন্য অনুকরণীয়।

২০১৩ সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ নিয়ে ক্রেতা দেশগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়। এ পরিপ্রেক্ষিতে কারখানা পরিদর্শনে ইউরোপীয় ২২৮টি ক্রেতার সমন্বয়ে গঠিত হয় ‘অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ’, যা সংক্ষেপে অ্যাকর্ড হিসেবে পরিচিতি পায়। একইভাবে আমেরিকার ক্রেতাদের জোটের নাম হয়‘অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি ইনিশিয়েটিভ’, যা ‘অ্যালায়েন্স’ নামে পরিচিতি পায়।

বাংলাদেশে গার্মেন্ট শিল্প কারখানাগুলোর অধিকাংশই বর্তমানে আন্তর্জাতিক মানসম্পন্ন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘জরুরী অবস্থায় তারা যেন নিজেদেরকে রক্ষা করতে পারে সে লক্ষ্যে শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই অর্জনের পেছনে কাজ করতে পেরে অ্যালায়েন্স গর্বিত’।

‘তবে নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে অ্যালায়েন্সের কারখানা সংস্কার কাজ এখনও শেষ হয়নি। এখন ব্র্যান্ড, কারখানার মালিক এবং সরকারের দায়িত্ব এই অর্জনকে ধরে রাখা’- বলছে অ্যালায়েন্স।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জেমস এফ মরিয়ার্টি জানান, অ্যালায়েন্সের মাধ্যমে তৈরি পোশাক কারখানার ৮৮ শতাংশ সংস্কারকাজ শেষ হয়েছে। এর মধ্যে শ্রমিকের জীবনের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ৮৪ শতাংশ সংস্কারকাজ অন্তর্ভুক্ত আছে। তবে ৩২২ কারখানা তাদের সংশোধনী কর্মপরিকল্পনা (ক্যাপ) অনুযায়ী সব ধরনের সংস্কারকাজ সম্পন্ন করেছে।

বিজিএমইএ বলছে, গত পাঁচ বছরে দেশের পোশাক খাত অনেক পরিণত হয়েছে। কমপ্লায়েন্স মেনেই নতুন কারখানা স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে সাব-কন্ট্রাকটিং কারখানাগুলোর জন্যও নীতিমালা তৈরি করা হয়েছে। সবুজ শিল্পায়নে বেশ এগিয়ে গেছে। লিড সার্টিফাইড ১০টি কারখানার মধ্যে সাতটির অবস্থান বাংলাদেশে। ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে দেশের ৬৭ কারখানা লিড সনদ পেয়েছে। এগুলোর মধ্যে ১৩টি প্লাটিনাম কারখানা। আরও ২৮০টি কারখানা সনদ পাওয়ার পাইপলাইনে আছে।

বিজিএমইএর তথ্য মতে, রানা প্লাজা দুর্ঘটনার ১ হাজার ১৩৮ জন মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। দুই হাজারের বেশি শ্রমিক আহত হয়েছিলেন। প্রায় ২ হাজার ৪০০ জনকে জীবিত উদ্ধার করা হয়। গুরুতর আহত প্রায় ৮৫০ জনকে বিজিএমইএ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দিয়েছে। এছাড়াও তাদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়।

অন্যদিকে ‘রানা প্লাজা ট্রাস্ট ফান্ড’ গঠন করে এখন পর্যন্ত ২৪০ কোটি টাকা রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের দেয়া হয়েছে বলে পোশাক শিল্প মালিকদের এ সংগঠনের দাবি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া