adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারোত্তোলনে মাবিয়া ৬ষ্ঠ – শুটিং সাঁতার ও অ্যাথলেটিক্সে রোববার বাংলাদেশ খেলবে

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়ার গোল্ড কোষ্টে কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে ৬ষ্ঠ হয়েছেন সাফ গেমসে স্বর্ণপদক জয়ী বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত। আজ শনিবার স্ন্যাচ (৭৮ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১০২ কেজি) মিলিয়ে ১৮০ কেজি তুলে ১১ জন প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ হন মাবিয়া। এটাই তার কোনো প্রতিযোগিতায় ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের রেকর্ড। ২২০ কেজি তুলে এই ইভেন্টের সোনা জিতেছেন কানাডার প্রতিযোগী মাউদে শ্যারন। আর রৌপ্য জিতেছেন ইংল্যান্ডের জো স্মিথ।

রোববার গেমসের চতুর্থ দিনে বাংলাদেশের সম্ভাবনাময় ইভেন্ট ‘শুটিং’ রেঞ্জে নামবে আব্দুল্লা হেল বাকি আর রাব্বি হাসান মুন্না। তারা ১০ মিটার এয়ার রাইফেলে মোকাবিলা করবেন। অপরদিকে পুরুষের সাঁতারে ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে পুলে নামবেন মোহম্মদ নাইম আর ১০০ মিটারে নামবেন মোহম্মদ ইসলাম।

অ্যাথলেটিক্সে আজ পুরুষ ও মহিলাদের আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার দৌঁড়ে ট্র্যাকে নামবেন লাল-সবুজের মিজবাহ উদ্দিন ও শিরিন আক্তার। কমনওয়েলথ গেমসের গতকাল তৃতীয় দিনের খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়া ৬টি স্বর্ণ ৮টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ জয় করে। ফলে তারা ২০টি স্বর্ণ, ১৭ রৌপ্য আর ২০টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। তারা তিন দিনে ১৪টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ ৩২টি পদক নিয়ে দ্বিতীয় আর তৃতীয় অবস্থানে রয়েছে কানাডা। তারা পেয়েছে ৫ স্বর্ণ, ৭ রৌপ্য ও ৬ ব্রোঞ্জ পদক।
এদিকে ভারত শনিবার আরো দুটি স্বর্ণ পদক জয় করেছে। ফলে গত তিন দিনের প্রতিযোগিতা শেষে তারা ৪ স্বর্ণ আর একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ জয় করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
April 2018
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া