adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদার আইনজীবীদের বক্তব্য রাজনৈতিক : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড পাওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে তার আইনজীবীদের বক্তব্যকে ‘রাজনৈতিক’ বলছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।

খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের আপিলের আবেদন গ্রহণ করে সোমবার ৮ মে শুনানির দিন ঠিক করে আপিল বিভাগ।

আর এই আদেশের প্রতিক্রিয়ায় বিএনপি নেত্রীর আইনজীবী জয়নুল আবেদিন সাংবাদিকদের বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন, নিম্ন আদালতগুলো এই সরকার গ্রাস করে ফেলেছে। উচ্চ আদালতকেও মনে হচ্ছে আস্তে আস্তে … গ্রাস করার চেষ্টা করছে।’

বিএনপির আইনজীবীদের দাবি, আপিল বিভাগের আদেশ নজিরবিহীন। হাইকোর্টের জামিনের বিষয়ে আপিল বিভাগ হস্তক্ষেপ করে না বলেই দাবি তাদের। তারা আগামী ১৩ এপ্রিল সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের ছুটিতে যাওয়ার আগেই আপিল শুনানির আবেদন নিয়ে গিয়ে প্রত্যাখ্যাত হয়েছেন।

বিএনপির আইনজীবীদের নানা বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ ধরনের বক্তব্য নিশ্চয়ই খুব একটি ভালো উচ্চারণ না। জিনিসটাকে রাজনীতিকরণের জন্য তারা চেষ্টা করছেন।’

‘খালেদা জিয়াকে সমস্ত রকম সুবিধা দিয়ে আদালত এ দণ্ড প্রদান করেছে। দণ্ড প্রদানের ক্ষেত্রে আদালত (বিচারিক আদালত) যে কতখানি মহানুভবতার পরিচয় দিয়েছেন, ন্যায়নিষ্ঠার পরিচয় দিয়েছেন, সেটি প্রমাণ পাওয়া যায়, তার (খালেদা জিয়া) সামাজিক মর্যাদা, বয়স বিবেচনায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়াতে। যদিও অন্যদের (বাকি আসামিদের) ১০ বছর দিয়েছেন।’

‘কাজেই এটাকে নিয়ে যারা রাজনীতি করতে চাচ্ছেন, তারা নিশ্চয়ই সফল হবেন না। কারণ এখানে কোনো রাজনীতির বিষয় না। এটা সাধারণ অপরাধের বিষয়।’

আপিল বিভাগের আদেশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আদালত শুনানির জন্য ২২ মে ধার্য করেছিলেন। পরে খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে এগিয়ে এনে ৮ মে নির্ধারণ করেছেন।’

‘এ আদেশের প্রেক্ষিতে খালেদা জিয়াকে আর এখন মুক্তি পাওয়া সম্ভব হবে না। তাকে কারাভোগ করতে হবে।’

আপিল বিভাগে আগের দিন খালেদা জিয়াকে জামিন দেয়ার বিরুদ্ধে অবস্থান নেন অ্যাটর্নি জেনারেল। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাজার উদাহরণ দেখিয়ে বলেন, দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা পাওয়ার সাড়ে তিন বছর পর জামিন পেয়ছিলেন তিনি। কাজেই খালেদা জিয়া জামিন পেতে পারেন না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া