adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শনিবার যুব গেমসের উদ্বোধন – স্বর্ণপদক ৩৪০টি, ক্রীড়াবিদ ২৬৬০

ক্রীড়া প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে বাংলাদেশ যুব গেমসের। ইতোমধ্যে জেলা, বিভাগীয় পর্যায় সফলভাবে সম্পন্ন হয়েছে যুব গেমস। অপেক্ষা এখন ২০ কোটি টাকা বাজেটনির্ভর দেশের সর্ববৃহৎ বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের। মেধাবী ক্রীড়াবিদ খুঁজে বের করতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) আয়োজনে এই আসরে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের চূড়ান্ত পর্বে অবতীর্ন হওয়ার আগে দিতে হয়েছে বয়স নির্ধারণী পরীক্ষা।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ)’র মেডিকেল টিম সকল ক্রীড়াবিদদের বয়স নির্ধারন করেছেন ইতোমধ্যে। ৮টি বিভাগ থেকে বাছাইকৃত তরুণ ক্রীড়াবিদরা রাজধানীতে আসা শুরু করেছে গত মঙ্গলবার থেকে। ২১টি ডিসিপ্লিনে ২৬৬০ ক্রীড়াবিদের অংশগ্রহণে আগামী ১০ মার্চ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন ঘোষনা করবেন।

তার তিন দিন আগেই গত বুধবার বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্ব।
আজ বিওএ’র কার্যালয়ে অনুষ্ঠিত জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা গেমসের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এসময় অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা চৌধুরী, উপ সচিব আশিকুর রহমান মিকু, মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ উপস্থিত ছিলেন।
যুব গেমসের চূড়ান্ত পর্বে দলগত ও ব্যক্তিগত ইভেন্ট নিয়ে ২১ ক্রীড়া ইভেন্টে ২ হাজার ৬৬০ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছে। ৩৪০টি স্বর্ণপদক, ৩৪০টি রৌপ্য আর ৪৩০টি ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করবে ক্রীড়াবিদরা। সাত দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ১৬ মার্চ শেষ হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া