adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে নিরাপত্তার কারণে বন্ধ থাকবে রাশিয়ার কলকারখানা

স্পাের্টস ডেস্ক : ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের দুই মাস আগে চীন দূষণ সৃষ্টিকারী কলকারখানা বন্ধ রেখেছিল। কারণ, অতিরিক্ত দূষণে সৃষ্ট কুয়াশা থেকে অলম্পিককে রক্ষা করা। এবছর রাশিয়ায় ফুটবল বিশ্বকাপের আগে দেশটির ১১টি শহরে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কলকারখানা। কারণ নিরাপত্তা ঝুঁকি!

রাশিয়া এবারই প্রথম ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে। তবে জঙ্গিসংগঠন ইসলামিক স্টেটস (আইএস) অনেক আগেই বিশ্বকাপে হামলার হুমকি দিয়ে রেখেছে। ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমারদেরও প্রাণনাশের হুমকি দিয়েছে ফলাও করে। এবার আয়োজক দেশটি এমন কোন হামলা ঠেকাতে বন্ধ করে দিচ্ছে ১১টি আয়োজক শহরের কলকারখানা।

তবে এই পরিকল্পনাকেই বরং ঝুঁকিপূর্ণ বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। অভিজ্ঞ নিরাপত্তা বিশ্লেষক পাভেল ফেলজেনহাওয়ারের মতে শুধু বিশ্বকে দেখানো জন্যই এমন ব্যবস্থা, ‘এটা ওপরমহল থেকে আসা নিত্যনৈমিত্তিক আদেশের মত যার আসল নিরাপত্তার সাথে কোন যোগ নেই। এটা লোক দেখানোর ঐতিহ্যবাহী সোভিয়েত উপায়।’

মূলত ইন্ডাস্ট্রিয়াল দুর্ঘটনা ও কলকারখানাগুলোয় আক্রমণ বা বিস্ফোরণের ভয় থেকেই এই নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর এফবিকে গ্রান্ট থর্নটন নামক পরামর্শক প্রতিষ্ঠানের পরিচালক ইগর নিকোলায়েভের মতে এমন কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না, ‘দুর্ঘটনা ও সন্ত্রাসের হুমকি খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।’

২০১৭ সালের মে মাসে জারিকৃত ‘পুতিন ডিক্রি’ অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। কয়েকমাস আগে ভিন্ন এক ঘোষণায় এর আওতায় রাসায়নিক ও পারমানবিক কেন্দ্রগুলো থেকে শুরু করে ক্ষতিকর বর্জ্য বহনকারী কার্গোগুলো চলাচলে নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। এই ঘোষণা অনুযায়ী মস্কোর একমাত্র তেল পরিশোধনাগার ও সেইন্ট পিটার্সবার্গে একটি গভীর সমুদ্রবন্দর বন্ধ হয়ে যাবে।

রাশিয়ার কলকারখানা মালিকরা এতে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়বেন। তাই তারা রাশিয়ার নিরাপত্তা ব্যবস্থাপনা সংস্থা এফএসবি এর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তাদের মতে, এতে রাশিয়া আর্থ-সামাজিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হবে। এতে প্রায় পাঁচ সপ্তাহের জন্য অবৈতনিক ছুটিতে যেতে হবে কলকারাখানার শ্রমিকদের। রাশিয়ার দৈনিক ‘দ্য কমারসেন্ট বিজনেস ডেইলি’তে এক অজ্ঞাত কারখানার কর্তৃপক্ষ জানিয়েছে এফএসবির উচিত শ্রমিকদের ব্যস্ত রাখা। কারণ অবৈতনিক ছুটিতে তাদের অখুশি রাখা ঠিক হবে না।

তবে কিছু কলকারখানা খোলাও থাকছে। তেমনি দুটি প্রতিষ্ঠান সেইন্ট পিটার্সবার্গ ও ইয়েকাতেরিনবার্গের পারমানবিক কেন্দ্র। তাই এফবিকে গ্রান্ট থর্নটনের নিকোলায়েভ বলেছেন, ‘আমার মনে হয় শুধু ছোট ও দুর্বলরাই ভুক্তভোগী হচ্ছে।’ আবার কিছু প্রতিষ্ঠান নিজেরাই উদ্যোগী হয়ে কার্যক্রম বন্ধ রাখছে। এমন একটি প্রতিষ্ঠান হলো রেড অক্টোবর যারা রাশিয়ার ৪০ শতাংশ স্টেইনইলেস স্টিল উৎপাদন করে। এর চেয়ারম্যান ইগর সিজভ বলেছেন, ‘আমরা বিশ্বকাপের জন্য সবকিছু বন্ধ রাখব। আমরা সবাই ফুটবল দেখতে যাব।’

সূত্র : এএফপি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
March 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া