adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শ্রীদেবীর মৃত্যুর পেছনে দাউদ ইব্রাহিমের হাত!

বিনোদন ডেস্ক : শ্রীদেবীর মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ সুব্রক্ষ্মণ্যম স্বামী। ভারতের প্রথম সুপারস্টার নায়িকা শ্রীদেবীকে খুন করা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এমনকী, নায়িকার এই মৃত্যুর সঙ্গে মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের হাত রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার বিজেপির এই সাংসদ বলেন, ‘প্রসিকিউশন কি বলে এখন সেটাই দেখার। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরগুলোর কোনো ধারাবাহিকতা নেই। শ্রীদেবী কখনও মদ ছুঁয়ে দেখেননি। তাহলে তার শরীরে কীভাবে অ্যালকোহল মিলল? সিসিটিভির কী হয়েছিল? মিডিয়ার আগেই ডাক্তাররা পৌছে গেলেন, আর বলে দিলেন হৃদরোগে মৃত্যু হয়েছে।’

শ্রীদেবীর মৃত্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে দাউদ ইব্রাহীম প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দাউদ ইব্রাহীমের সঙ্গে সিনেমার নায়িকাদের সম্পর্কের দিকটিতেও আমাদের আলোকপাত করতে হবে।’

এদিকে ময়নাতদন্তের রিপোর্ট বলছে, শ্রীদেবীর রক্তে অ্যালকোহল পাওয়া গেছে। দুর্ঘটনাবশত বাথটাবের পানিতে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে দুবাই পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয়েছে শ্রীদেবীর স্বামী বনি কাপুরসহ ভাইপো মোহিত মারওয়ার পরিবার ও হোটেলকর্মীদের। সিলগালা করে দেয়া হয়েছে দুবাইয়ের জুমেইরা এমিরেটস হোটেলের সেই কক্ষটি, যেখানে নায়িকা ছিলেন।

এছাড়া শ্রীদেবীর মৃত্যু নতুন করে জন্ম দিয়েছে নানা প্রশ্নের। যার কারণে সোমবার তার মরদেহ ভারতে আসার কথা থাকলেও সবকিছু খোলাসা না হওয়ায় তা সম্ভব হয়নি। হোটেলের ২২০১ নম্বর রুম থেকে শ্রীদেবীর মরদেহ আবিষ্কার হওয়ার পুরো ঘটনা তদন্তকারী অফিসারদের সামনে পুননির্মাণ করে দেখিয়েছেন সেখানকার কর্মীরা। এরপরই দুবাইয়ের অভ্যন্তরীণ মন্ত্রকের অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বনিকে। সবকিছু খোলাসা হলে আজ মঙ্গলবার মরদেহ ভারতে নিয়ে যেতে দেয়া হবে বলে জানিয়েছে দুবাই পুলিশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া