adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তেহরান-নয়া দিল্লি সম্পর্ক কোনো দেশের বিরুদ্ধে নয় : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইসলাম প্রজাতন্ত্র ইরান ও ভারতের সম্পর্ক কোনো দেশের বিরুদ্ধে নয় বলে ঘোষণা করেছেন নয়া দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলাম রেজা আনসারি। ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ভারত সফরের সময়ও এ বার্তা স্পষ্ট করা হয়েছে বলে তিনি জানান।

বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

গত ১৬ ফেব্রুয়ারি তিনদিনের সরকারি সফরে ভারত যান ইরানের প্রেসিডেন্ট। সফরকালে দুই দেশের মধ্যে ১৫টি সমঝোতা ও চুক্তি সই হয়েছে।

গোলাম রেজা আনসারি বলেছেন, ইরান ও ভারত দু’টি স্বাধীন দেশ। কিছু ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। দুই দেশ দীর্ঘ মেয়াদি কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চায় বলে তিনি জানান।

তিনি বলেন, আফগানিস্তান, মধ্য এশিয়া ও রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক থাকলেও ওই অঞ্চলের সঙ্গে দেশটির সরাসরি সংযোগ স্থাপিত হয় নি। ইরান এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ইরানের চবাহর বন্দর ওই অঞ্চলের সঙ্গে ভারতের সংযোগ স্থাপনে ভূমিকা রাখবে বলে তিনি জানান। ওই বন্দর ব্যবহার করে রাশিয়া, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলো আফ্রিকা মহাদেশে নিজেদের পণ্য রপ্তানি করতে পারবে বলেও তিনি জানান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া