adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী – কিছু বলতে চাই না, সত্য কথা বললেই অনেক দোষ

ডেস্ক রিপাের্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপিতে এমন কী একজন নেতাও নাই যাকে ভারপ্রাপ্ত করা গেল না। ভারপ্রাপ্ত করা হলো ফেরারী আসামীকে যে আর রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়েছে। তার জেল-জরিমানা হয়েছে। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে কী এতই দৈন্যদশা? দেশে যারা আছেন অনেক অনেক কাজ করছেন, অনেক কর্মঠ, তাদের কারও ওপর ভরসা করা গেল না? আমি আর কিছু বলতে চাই না, কিছু বললেই তো অনেক দোষ।

সোমবার গণভবনে এক সাংবাদিকের প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় নিয়ে শেখ হাসিনা আরও বলেন, আদালত রায় দিয়েছে। আমাদের কিছু করার নেই। কিন্তু বিএনপি সব দোষ দেয় সরকারের ওপরে।

বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারা পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি গঠনতন্ত্রের ধার ধারে না। সব ক্ষমতা চেয়ারপারসনের হাতে। ৭ নম্বর ধারাটা ভালো একটা ধারা ছিল যাতে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি নির্বাচনে অংশ নিতে পারবে না। খালেদায় জিয়ার রায়ের আগেই বিএনপি সেই ধারা পরিবর্তন করে নির্বাচন কমিশনে জমা দিয়েছে।

আগামী সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন সময়মতো হবে। জনগণ ভোট দেবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া