adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আপনার ক্যানসার হয়েছে, বুঝবেন কী করে

CANSERডেস্ক রিপাের্ট : ক্যানসারের লক্ষণ নির্ভর করে কোথায় কী ধরনের ক্যানসার হয়েছে, তার ওপর। অনেক ক্ষেত্রেই কোনো লক্ষণ থাকে না। দেখা গেছে, ক্যানসার ছড়িয়ে যাওয়ার পরেই তা ধরা পড়ে। তারপরও কিছু কিছু লক্ষণ বা উপসর্গ থাকলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। যেমন :

১. বদহজম, দীর্ঘদিনের পেটে ব্যথা বা রক্তবমি।

২. গলার স্বর ভেঙে গেলে বা কাশির সঙ্গে গলার স্বরের পরিবর্তন হলে।

৩. দীর্ঘদিন জ্বর থাকলে, বিশেষ করে যদি রাতের বেলা প্রচুর ঘাম হয়।

৪. খাবার গিলতে অসুবিধা বা ব্যথা।

৫. অতিরিক্ত দুর্বলতা, রক্তস্বল্পতা, দাঁতের গোড়ায় বা নাক দিয়ে রক্তক্ষরণ, চামড়ার নিচে জমাট রক্ত ইত্যাদি।

৬. সুস্থ ছিলেন, হঠাৎ ওজন কমে যাওয়া।

৭. অনেক দিনের কাশি, যা সাধারণ চিকিৎসায় ভালো হচ্ছে না। বিশেষ করে বয়স্কদের বেলায় এবং কাশির সঙ্গে রক্ত এলে।

৮. অরুচি বা ক্ষুধামান্দ্য।

৯. শরীরে কোথাও চাকা বা গোটা দেখা দিলে, বিশেষ করে গলায়, বগলে, কুঁচকিতে, পেটে বা নারীদের স্তনে।

১০. চামড়ায় নতুন করে রঙের পরিবর্তন, তিলের আকার বা গড়ন পরিবর্তন হওয়া

১১. মাথাব্যথা, খিঁচুনি, জ্ঞান হারানো, হঠাৎ বমি করা ইত্যাদি।

১২. নারীদের ক্ষেত্রে ঋতু পরিবর্তন হওয়া, যাদের ঋতুস্রাব বন্ধ হয়ে গেছে, তাদের আবার রক্তক্ষরণ হওয়া।

১৩. পায়খানার অভ্যাস পরিবর্তন হলে বা পায়খানার সঙ্গে রক্ত গেলে।

১৪. বয়স্কদের প্রস্রাব করতে সমস্যা হলে, ব্যথা হলে বা প্রস্রাবের সঙ্গে রক্ত গেলে ইত্যাদি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2018
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া