adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চার দিন বাড়ল বাণিজ্যমেলার সময়

TRADE FAIRনিজস্ব প্রতিবেদক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় চার দিন বাড়ানো হলো । ব্যবসায়ীদের আবেদনে সাড়া দিয়ে এই মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রােববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। বায়রার এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জানা গেছে, মেলার শুরুর দিকে শৈত্যপ্রবাহের কারণে বেচাকেনা স্থবির হয়ে যায়। এই কারণ দেখিয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে ১০ দিনের সময় বাড়ানোর আবেদন করেন ব্যবসায়ীরা। তবে সামনে এসএসসি পরীক্ষা থাকায় তা থেকে কমিয়ে চার দিন সময় বাড়ানোর পক্ষে মত দেন মন্ত্রী।

বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ আয়োজনে গত ১ জানুয়ারি শুরু হয়েছে মাসব্যাপী ২৩তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা।

৩১ জানুয়ারি পর্যন্ত ৪৪০টি স্টল নিয়ে ১৭টি দেশের কোম্পানি পণ্যের পসরা সাজিয়ে বসেছে।

এসময় সাংবাদিকরা আগামী ৮ ফ্রেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে জানতে চাইলে তোফায়েল বলেন, আমার মনে হয় ৮ তারিখ কোনো অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে।

দলীয় প্রধানের বিরুদ্ধে রায় পূর্বপরিকল্পিত- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘যেখানে রায় দেয়া হয়নি সেখানে এটা পূর্বপরিকল্পিত হয় কীভাবে।’

৮ ফেব্রুয়ারি হবে রাজনীতির টার্নিং পয়েন্ট- বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই শীর্ষ নেতা বলেন, ‘তাদের এমন অনেক টার্নিং পয়েন্ট আসছে। কিন্তু কিছু করতে পারেনি। এবারও পারবে না।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া