adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সংসদে অর্থমন্ত্রী – বিদেশে অর্থপাচারের দাবি তথ্যভিত্তিক নয়

MUHITনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে বিদেশে অর্থপাচার হচ্ছে মর্মে বিভিন্ন রাজনৈতিক দল ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে তা তথ্যভিত্তিক নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেছেন, উপরোন্তু পাচারের এ ধরনের প্রাক্কলন গত কয়েক বছরে দেশের বাজারে বৈদেশিক মুদ্রার বিদ্যমান তারল্য বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, দেশ থেকে অর্থ পাচারের মাত্রা যাই হোক না কেন, পাচারের সম্ভাব্য উৎসগুলো বন্ধ করার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসমূহ একযোগে কাজ করছে। পাশাপাশি দুর্নীতি বা অন্য কোনো অপরাধ থেকে যারা অর্থ অর্জিত করে বিদেশে পাচারকার করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সরকার সক্রিয় রয়েছে।

মুহিত বলেন, ইতোমধ্যে বিদেশে অর্থপাচারের শনাক্ত হওয়া ঘটনাগুলোয় অর্থ পুনরুদ্ধারের লক্ষ্যে দেশের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ও ফাইন্যান্সিসিয়াল ইন্টিলিজেন্স ইউনিট বিদেশে তাদের কাউন্টারপার্টদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা প্রতিষ্ঠা করছে। সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, হংকং ও কানাডায় ফ্ল্যাট বা বাড়ি অথবা অন্য কোনো পদ্ধতিতে অর্থপাচার বিষয়ক বেশকিছু মামলা বর্তমানে আদালতে বিচারাধীন ও দুদকের তদন্তাধীন রয়েছে।

সংসদ সদস্য সেলিম উদ্দিনের ফারমার্স ব্যাংক নিয়ে করা এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ফারমার্স ব্যাংকে বর্তমানে তারল্য সঙ্কট বিদ্যমান থাকায় গ্রাহকদের আমানত ফেরত দিতে পারছে না। ব্যাংকিং কার্যক্রম শুরুর পর হতে রেগুলেটরি ও প্রুডেনশিয়াল নিয়ম কানুন পরিপালনে অনিহা এবং পর্ষদ ও ব্যবস্থাপনা পর্যায়ে বিভিন্ন অনিয়মের কারণে ব্যাংকটির আর্থিক ভিত্তি ক্রমান্বয়ে দুর্বল হতে থাকে। এ বিষয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বিভিন্ন পদক্ষেপ নেয়া হলেও সার্বিক অবস্থার উন্নতি না হয়ে ক্রমাবনতি বিদ্যমান থাকে।

মুহিত বলেন, ইতোমধ্যে ব্যাংকটির দুর্বল আর্থিক অবস্থা বিভিন্নভাবে প্রকাশিত হলে আমানতকারীরা ব্যাংক থেকে আমানত উঠিয়ে নিতে থাকে এবং তারল্য সঙ্কটের সৃষ্টি হয়। ফারমার্স ব্যাংকের তারল্য সঙ্কটজনিত সমস্যা মোকাবেলার জন্য বাংলাদেশ ব্যাংক সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে ব্যাংকটির তারল্য সঙ্কট নিরসনে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া