adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৬৫ হাজার কোটি টাকা আত্মসাৎ : সংসদে তালিকা দিলেন অর্থমন্ত্রী

M M M Mডেস্ক রিপাের্ট : গত ১০ বছরে ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেয়নি এমন মোট এক হাজার ৯৫৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, এরা ব্যাংক থেকে মোট ৬৫ হাজার কোটি টাকা মেরে দিয়েছেন।

এই ১০ বছরের মধ্যে নয় বছর ধরেই ক্ষমতায় আওয়ামী লীগ।

বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টিতে যোগ দেয়া সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তালিকা প্রকাশ করেন।

খেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকায় প্রথম ২০টির মধ্যে  রয়েছে মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স, মেরিন ভেজিটেবল অয়েল, কোয়ান্টাম পাওয়ার সিস্টেম, ম্যাক্স স্পিনিং মিলস, বেনেটেক্স ইন্ডাস্ট্রিজ, আনোয়ারা স্পিনিং মিলস, চৌধুরী নিটওয়ারস, সিদ্দিক ট্রেডার্স, ইয়াসির এন্টার প্রাইজ, আলাপ্পা কম্পোজিট টাওয়ালস, লিজেন্ড হোল্ডিংস, হলমার্ক ফ্যাশন্স, মুন্নু ফেব্রিক্স, ম্যাক ইন্টারন্যাশনাল, ফেয়ার ট্রেড ফেব্রিক্স, শাহারিশ কম্পোজিট টাওয়ালস, কেয়া ইয়ার্ন মিলস, সালেহ কার্পেট মিলস, ফেয়ার ইয়ার্ন প্রোসেসিং, হেল্পিং রিসোর্স, বিসমিল্লাহ টাওয়ালস।

গত কয়েক বছর ধরেই লেখাপি ঋণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেশি থাকলেও সম্প্রতি বেসরকারি খাতেও খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। এ নিয়ে অর্থনীতিবিদরা উদ্বেগ জানিয়েছেন। অর্থমন্ত্রী নিজেও একে গুরুতর সমস্যা হিসেবে দেখছেন।

অর্থমন্ত্রী সংসদে গত ১০ বছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেয়া হয়েছে ছয় লাখ ছয় হাজার ৫০৩ কোটি টাকা। এর মধ্যে ৬৫ হাজার ৬০২ কোটি টাকা আদায় করা সম্ভব হয়নি। এছাড়া শ্রেণিকৃত ঋণের পরিমাণ ৭২ হাজার ৫০ কোটি টাকা।

অন্য এক সংসদ সদস্য অর্থমন্ত্রীর কাছে জানতে চান, ব্যাংকিং খাতে যেসব অনিয়মের ঘটনা ঘটেছে, সেসবের প্রতিকারে সরকার কী ব্যবস্থা নিয়েছে।

এই প্রশ্নকে ঢালাও আখ্যা দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা হলমার্কের সেই ক্রাইসিস থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকের সম্বন্ধে নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। … ম্যানেজিং ডিরেক্টর পর্যন্ত লোকজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে মামলা করেছি, কোনো কোনো মামলায় জিতেছি, কোনো কোনো ক্ষেত্রে আসামি মারা গেছেন, অনেকে জেলে আছেন, কোনো কোনোটা ট্রায়ালের অপেক্ষায় আছে, কেউ জামিন নিয়ে আছেন। ব্যাংকি সেক্টরে অর্থ আদালত কম। একটি মাত্র আদালত আছে। আরও একটি আদালত সৃষ্টি করেছি।’

‘আমি বলেছি ব্যাংকিং সেক্টরে এখনো বেশ দুর্বলতা রয়েছে এবং সেই সব দুর্বলতা থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি, এটা এত সহজে হবে না। এটা সময়সাপেক্ষ।’

খেলাপি ঋণ আদায়ে যেসব ব্যবস্থা-

সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুর পক্ষে ফজিলাতুননেসা বাপ্পীর করা এক প্রশ্নের জবাবে খেলাপি গ্রাহকদেরকে আইনের আওতায় আনতে সরকার যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেটাও বর্ণনা দেন অর্থমন্ত্রী।

মন্ত্রী বলেন, খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে সরকার ইতিমধ্যে অর্থঋণ আদালত আইন প্রণয়ন করেছে। এই আইনের আওতায় খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এ ছাড়া ইতিমধ্যে প্রণয়নকৃত করা লেভি আইন ১৯৯৭ এর আওতায় লেখাপি গ্রাহকদের বিরুদ্ধে মামলা করার মাধ্যমে খেলাপি ঋণ আদায় করা হচ্ছে।

ব্যাংকগুলোকে ত্রৈমাসিক ভিত্তিকে শ্রেণিকৃত ঋণের পিরীতে আদায় পরিস্থিতি, ঋণ অবলোপন, প্রভিশনিং সংরক্ষণ বিষয়ে ব্যাংকের বোর্ড সভায় উপস্থাপন করা, ঋণ আদায় ইউনিটকে শক্তিশালী করার কথা জানান মুহিত।

মুহিত বলেন, ‘মাঠ ও শাখাকে ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিতে হবে। এই লক্ষ্যমাত্র অর্জন করতে পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ইনসেনটিভ বা পুরস্কার প্রদান করতে হবে, ব্যর্থতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।’

‘শ্রেণিকৃত বা অবলোপনকৃত ঋণ আদায়ের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করতে হবে এবং মামলাগুলো দ্রুত পারসিউ করতে হবে।’

‘অন্য কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় বিকল্প বিরোধ নিষ্পত্তি এর মাধ্যমে শ্রেণিকৃত ঋণ আদায়ের প্রচেষ্টা গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে অর্থঋণ আদালতসহ সংশ্লিষ্ট আদালতে মামলা দায়েরসহ ‍উপযুক্ত আইনজীবী নিয়োগ দিতে হবে।’

খালেদা পরিবারেও খেলাপি ঋণ-

সংসদ সদস্য ফজিলাতুননেসা বাপ্পী বলেন, তারেক রহমান, আরাফাত রহমান কোকো এবং তাদের মামা সাঈদ ইস্কান্দার ৯৮০ কোটি দুই লাখ টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি। রাষ্ট্রের এই টাকা আদায়ে কী ব্যবস্থা নেয়া হয়েছে।

জবাবে মুহিত বলেন, ‘খালেদা জিয়া এবং তার পুত্র এবং তার পুত্রের সহকারী দেশের বহু অনাচার করে গেছেন এবং সেই অনাচারের বিচার এখনো চলছে। খালেদা জিয়া নিজেও বিচারের সম্মুখীন হয়েছেন, আরও বিভিন্ন বহু কেস তাদের বিরুদ্ধে রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কেস প্রলম্বিত করার একটা প্রচেষ্ট চলে এবং এটা আমাদের আইনগত প্রক্রিয়ায় অত্যন্ত সহজ এবং সেটা এ জন্য প্রায়ই হয়ে থাকে। কিন্তু সরকার তাদের এসব দুর্নীতির কথা ভুলে নাই এবং সরকার এগুলো নিয়ে কাজ করছে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া