adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘হাইকাের্টের রায়ে সুযোগ পেলাম আমরা?’

TOFAYELনিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটিতে মেয়র উপনির্বাচন স্থগিতে সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। উচ্চ আদালতের আদেশে ভোট তিন মাস পেছানোর পর বিএনপির প্রতিক্রিয়ার জবাব তোফায়েল পাল্টা প্রশ্ন তুলেছেন, এখানে সরকারের হাত কোথায়।

আওয়ামী লীগ সরকারের নয় বছরের অগ্রগতি তুলে ধরতে বৃহস্পতিবার রাজধানীতে এক আলোচনায় বক্তব্য রাখছিলেন তোফায়েল।

২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে জিতে পরের মাসে জানুয়ারিতে সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট। আবার ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটে জিতে দ্বিতীয় দফায় সরকার গঠন করে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দল। গত ১২ জানুয়ারির সরকারের দ্বিতীয় মেয়াদের চার বছর পূর্তি হয়েছে।

গত নয় বছরে দেশে উন্নয়ন তৎপরতা তুলে ধরতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর অংশ হিসেবেই এই আলোচনার আয়োজন করে আওয়ামী লীগের প্রচার উপ কমিটি।

এই আলোচনায় তোফায়েল সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি ঢাকা উত্তরের ভোট স্থগিত হওয়া নিয়েও কথা বলেন।

আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা হওয়া মেয়র পদ পূরণে ১৮ জানুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ধরে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছিল। একই দিন ঢাকার দুই সিটিতে যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ডে কাউন্সিলর পদেও ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকা উত্তরে যুক্ত হওয়া দুটি ইউনিয়নের চেয়ারম্যান উচ্চ আদালতে রিট আবেদন করলে স্থগিত হয়ে যায় ভোট।

এই রিট আবেদনকারীদের একজন আবার রাজধানীর ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির কোষাধ্যক্ষ আতাউর রহমান।

নিজ দলের এক নেতার রিট আবেদনের পরও বিএনপি নেতারা ভোট স্থগিতে সরকারের যোগসাজস দেখছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, নিশ্চিত পরাজয় জেনে সরকারই কৌশলে নির্বাচন ঠেকিয়ে দিয়েছে।

এসব অভিযোগের এর জবাবে সাংবাদিকদেরকে তোফায়েল বলেন, ‘আমরা কি হাইকোর্টের সাথে কথা বলেছি? যত্তসব নেগেটিভ কথা তাদের মুখে।’

‘রায় দিল হাইকোর্ট, আর সুযোগ নিলাম আমরা, এটা কোন কথা হলো? এই কথার কোন জবাব নেই।’

রিজভীর নিত্যদিনের ব্রিফিং এর বিষয়ে ইঙ্গিত করে তোফায়েল বলেন, ‘বিএনপির অফিসে একজন থাকে প্রত্যেকদিনই কথা বলেন। কখনও হাসতে দেখি না। ডানেও তাকায় না বামেও তাকায় না, বলেই যাচ্ছে। তারা বুঝে না প্রতিদিন কথা বললে সেটা মানুষ ভাল ভাবে নেয় না। এখন আবার তার সাথে যোগ হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

‘ঢাকা উত্তর সিটি নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। আসলে বিচার বিভাগের প্রতি তাদের কোন শ্রদ্ধা ভক্তি নাই। তখন এস কে সিনহাকে নিয়ে খুব লাফালাফি করেছে।’

এর আগে সেমিনারে তোফায়েল বলেন, ‘রংপুরের নির্বাচনে তারা (বিএনপি) তৃতীয় হয়েছে, কুমিল্লায় তারা জয় পেয়েও বলছে সুষ্ঠু ভোট হলে আরো বেশি ভোট পেত, নারায়ণগঞ্জে হেরে বলেছে সুক্ষ্ম কারচুপি। এটা তাদের বদভ্যাস।’

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বর্ণনা করে মন্ত্রী বলেন, ‘আজকের বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের মডেল। বঙ্গবন্ধুর দুটি স্বপ্ন ছিল। একটি দেশকে স্বাধীন করা। আরেকটি বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত করা। তিনি যতটুকু পেরেছেন করে গেছেন। আর বাকি কাজ টুকু করছেন তারই কন্যা শেখ হাসিনা।’

গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সমালোচনা করে সম্প্রতি দেয়া বক্তব্যের ব্যাখ্যাও দেন তোফায়েল। তিনি বলেন, ‘সিপিডির বক্তব্য আর বিএনপির বক্তব্যের মধ্যে কোন পার্থক্য নাই। আমাকে এক জন বললেন, সিপিডির সাথে বিএনপির তুলনা করাটা ঠিক হয়নি।  পরে আমি তাকে বললাম দেখ প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়াটা দেওয়ার কথা বিএনপির। কিন্তু সেই বক্তব্যটা দিল সিপিডি। বিএনপি আর সিপিডি তো একই। বিএনপি যে নেগেটিভ কথা গুলো বলে আমাদের বিরুদ্ধে সেই কথা গুলোই সিপিডি বলেছে।’

সেমিনারে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ওআবুল বারকাত বলেন, ‘পদ্মা সেতু আমরা নিজেদের অর্থ দিয়ে তৈরি করছি। এটাই প্রমাণ করে বাংলাদেশ অর্থনীতিতে কতটা এগিয়ে গেছে।’

এর আগে সরকারের সাফল্য তুলে ধরেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের জেষ্ঠ্য সচিব শামছুল আলম।

সেমিনারে আওয়ামী লীগের প্রচার উপ কমিটির আহ্বায়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম প্রশ্নোত্তর পর্বে জবাব দেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রচার উপ কমিটির সদস্য সচিব হাছান মাহমুদ, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনও এ সময় বক্তব্য রাখেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া