adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

HI COURTনিজস্ব প্রতিবেদক : যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী গাছ কেটে রাস্তা সম্প্রসারণের সরকারি সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত  করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার দুপুরে এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ এ স্থগিতাদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

সড়ক প্রশস্ত করার জন্য গত ৬ জানুয়ারি যশোরে এক মত বিনিময় সভায় স্থানীয় তিন সংসদ সদস্য এবং প্রকৌশলীরা সড়ক উন্নয়নে দু’পাশের সব গাছ কেটে ফেলা হবে বলে জানান। পরে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়াতে হোসেন জানান, জানুয়ারি মাসেই যশোর রোডের বাংলাদেশ অংশের গাছ কাটা শুরু হবে।
প্রসঙ্গত, ১৮৪০ সালে শুরু করা যশোর রোডের নির্মাণ কাজ ১৮৪৪ সালে শেষ হয়। এরপর রাস্তার দু’ধারে সারি সারি রেনইট্রি গাছ লাগানো হয়। রাস্তার দুপাশে  ১৮০ বছর বয়সী গাছ আছে আড়াইশ’র মতো। সব মিলিয়ে ৩৮ কি. মি. সড়কের দু’ধারে দুই হাজারেরও বেশি গাছ রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া