adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকা উত্তর সিটি নির্বাচনে জটিলতা নিরসনে ইসিকে সহযোগিতা করব: এলজিআরডি মন্ত্রী

LGRDনিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচন নিয়ে জটিলতা নিরসনে নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

দুই একদিনের মধ্যে ইসির সঙ্গে বসার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘কী কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোট স্থগিত হলো সেটা আমি বলতে পারব না। তবে নির্বাচন কমিশন ভোট করার জন্য যদি আমাদের কাছে কোনো ধরনের সহযোগিতা চায় তাহালে আমরা করব।’

হাইকোর্ট নির্বাচন স্থগিত করার দিন বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী।

গত জুলাইয়ে ঢাকার উত্তর এবং দক্ষিণ অংশে ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ড যুক্ত হয়েছে। ঢাকা উত্তরে মেয়র পদে ‍উপনির্বাচনের তারিখ ঘোষণার সময় এই ওয়ার্ডগুলোতেও কাউন্সিলর পদে ভোট দেয় নির্বাচন কমিশন।

কিন্তু ঢাকা ‍উত্তর সিটিতে যুক্ত হওয়া দুটি ইউনিয়নের চেয়ারম্যান এই ভোটের আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করার পর ভোট তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।

এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমাদের কাজ ছিল পদ (মেয়র) শূন্য ঘোষণা করা। সেটা আমরা করেছি। ভোটার হালনাগাদ করা, সীমানা নির্ধারণ করা এসব ইসির কাজ। আইনগত ত্রুটি-বিচ্যুতি কী ছিল সেটা আমরা বলতে পারব না। এটা বলতে পারবে ইসি।’

‘নির্বাচন করার জন্য কিছু কাজ করতে হয়। সেটা তারা করছে কি না সেটা আমি জানি না। কী কারণে নির্বাচন স্থাগিত হলো সেটাও আমি জানি না। তবে যে কারণে নির্বাচন স্থগিত করা হলো সেটা দূরীভূত করার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা কী সেটা জানতে পারলেই আমরা সেই সহযোগিতা ইসিকে দেব।  সুনির্দিষ্ট যদি কিছু করার থাকে সেটা আমরা করব।’

‘সিটি করপোরেশনের কাজে ব্যাঘাত ঘটবে না’

নির্বাচন স্থগিত হওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যক্রমে ক্ষতির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ‘আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই নির্বাচন স্থগিত হওয়ায় সিটির কার্যক্রমে কোনো ধরনের স্থবিরতা তৈরি হওয়ার সুযোগ নেই। কার্যক্রম চলবে। সেখানে কোনো সমস্যা বা অক্ষমতা থাকলে সেক্ষেত্রে আমরা সহযোগিতা করব।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘প্যানেল মেয়র আছেন তিনিই সিটি করপোরেশনের কার্যক্রম চালাবেন। … প্যানেল মেয়র করাই হয়েছে নির্বাচিত প্রতিনিধির কাজ চালিয়ে নেয়ার জন্য। এখানে অচলাবস্থা সৃষ্টির কোনো সুযোগ নেই।’

শামীম-আইভী দ্বন্দ্বে আমরা কী করতে পারি?’-

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর মধ্যে হকার উচ্ছেদ নিয়ে দ্বন্দ্ব এবং মঙ্গলবার দুই পক্ষে সংঘর্ষ নিয়েও গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দেন স্থানীয় সরকার মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আপনারা এখন দুইজন বসে আছেন। যদি মারামারি করেন তাহলে আমি কী করতে পারি? তবে আমার ধারণা তাদের ব্যক্তিগত রেষারেষি থেকে এসব ঘটনা ঘটেছে।’

নারাযণগঞ্জে হকার উচ্ছেদ নিয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, ‘যিনি হকার উচ্ছেদ করছে তিনি নির্বাচিত মেয়র। আবার যিনি বাধা দিচ্ছেন তিনিও নির্বাচিত জনপ্রতিনিধি। তবে জবরদখল করে কোনো কাজ করা ঠিক না।’

‘ হকার কেন ফুটপাত দখল করবে? সেখানে মেয়র যদি উচ্ছেদ করতে যায় তাহলে তিনি তো আইনিভাবে ঠিক আছেন। আবার হকাররা সেখানে ব্যবসা করছে তাদের পুনর্বাসন বা অন্য কিছু দরকার হয় সেটাও মানবিক বিষয়। তবে পুরো বিষয়টি সম্পর্কে আমি ওয়াকিবহাল নই। আমার কাছে বিষয়টি স্পষ্ট নয়। তাই এসব বিষয় আমি এখনই কিছু বলতে পারছি না।’

‘তবে বিষয়টি একেবারেই ব্যক্তিগত। আমরা অলরেডি রিপোর্ট করেছি। তবে আমাদের কাছে যদি কেউ বিচার নিয়ে আসেন তাহলে আমরা সেটা করতে পারি।’

‘তবে বিষয়টি দেখা হচ্ছে।  এখানে সরকারের ভাবমূর্তির কোনো বিষয় নয়। এটা একেবারেই ব্যক্তিগত। এরসঙ্গে সরকারের ইমেজের কোনো বিষয় নেই।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2018
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া